CPM Protest

বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে, জাল ফেলে প্রতিবাদ

চন্দনপিড়ি গ্রাম ও দ্বারিকনগর গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ০৯:২০
জাল ফেলা হয়েছে রাস্তায়। ছবি: সমরেশ মণ্ডল 

জাল ফেলা হয়েছে রাস্তায়। ছবি: সমরেশ মণ্ডল 

নামখানার দ্বারিকনগর হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়া ঘাটের রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল। বিভিন্ন দফতরে জানিয়েও কোনও কাজ না হওয়ায় আন্দোলন করল সিপিএম। বৃহস্পতিবার বিকেলে নামখানার চন্দনপিড়ি এলাকার ঘটনা। বেহাল রাস্তায় জমা জলের উপরে মাছ ধরার জাল ফেলে, ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় আধ ঘণ্টা ধরে চলে কর্মসূচি।

Advertisement

চন্দনপিড়ি গ্রাম ও দ্বারিকনগর গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। বেশিরভাগ জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তায় সাইকেল, বাইক চালিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটেও ঠিক মতো যাতায়াত করা যাচ্ছে না। তার উপরে একপশলা বৃষ্টি হলে প্রায় হাঁটুসমান জল জমে যায়।

এই রাস্তার পাশে দু’টি উচ্চ মাধ্যমিক ও তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময়ে প্রায়ই পড়ে গিয়ে আহত হয় বলে অভিযোগ। এই রাস্তা ধরে যেতে হয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে। রাস্তা খারাপ হওয়ায় রোগীকে নিয়ে যেতে খুবই সমস্যা হয়। প্রতি দিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০২-০৩ আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাস্তাটি তৈরি করা হয়েছিল। রাস্তা মেরামতির জন্য কেন্দ্রীয় সরকার ডিআরডিসি-তে এখন আর টাকা দিচ্ছে না। তাই এই সমস্যা তৈরি হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

নামখানা ব্লক সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সজল ঘোড়ুই বলেন, ‘‘রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। তাই আমাদের বিক্ষোভ কর্মসূচি।’’

নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ‘‘ওই রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা না দেওয়ায় কাজ করা যাচ্ছে না। বর্তমানে রাস্তাটি মেরামতির জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশা করি, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।’’

Advertisement
আরও পড়ুন