Medical Colleges

Medical College: ১০০ পড়ুয়া নিয়ে মেডিক্যাল কলেজ খুলতে চলেছে বারাসত হাসপাতালে

আগামী বছর অগাস্টে মেডিক্যাল কলেজ চালু হয়ে যাবে বলে জানিয়েছেন জেলাশাসক সুমিত গুপ্ত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ০১:৩৯
বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে কাকলি ঘোষ দস্তিদার-সহ বাকিরা।

বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে কাকলি ঘোষ দস্তিদার-সহ বাকিরা। —নিজস্ব চিত্র।

এ বার মেডিক্যাল কলেজ তৈরি হবে বারাসত হাসপাতালে। পর্যায়ে ১০০ জন পড়ুয়াকে নিয়ে মেডিক্যাল কলেজ চালু হতে চলেছে। এ নিয়ে এক প্রস্থ বৈঠকও হয়ে গেল বারাসত হাসপাতালে।

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে উপস্থিতি ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত, বারাসতের পুর-প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, হাসাপাতালের সুপার সুব্রত মণ্ডল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ আরও অনেকে।

Advertisement

বৈঠক শেষে কাকলি বলেন, ‘‘ছাত্রছাত্রীরা উন্নতমানের চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়োশোনার সুযোগ যাতে পান, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন। এত দিনে তা ফলপ্রসূ হতে চলেছে। আগামী শিক্ষাবর্ষেই পঠনপাঠন চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমরা।’’

জেলাশাসক জানান, প্রাথমিক পর্যায়ে কী কী ব্যবস্থা করা হবে, তা নিয়ে বৈঠক হয়েছে। আগামী বছর অগাস্ট থেকে কলেজ শুরু হবে।

আরও পড়ুন
Advertisement