Arrest

তৃণমূল কর্মীকে কোপানোয় ধৃত আরও এক

ঘটনার পর জখম সহিদুল হাসপাতালে দাবি করেন, এলাকার তৃণমূল নেতাদের তোলাবাজিতে বাধা দেওয়ায় তাকে সরানোর চেষ্টা হয়েছিল। তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ মানেননি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:০৭
An image of Arrest

—প্রতীকী চিত্র।

বারুইপুরের বেলেগাছি এলাকায় তৃণমূল কর্মীকে কোপানোর ঘটনায় মঙ্গলবার আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গোলক সর্দার। গত সোমবার সন্ধ্যায় সহিদুল মোল্লা নামে ওই কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। গুলি চালানোর চেষ্টা হয়েছিল বলেও দাবি করেন ওই কর্মী। এই ঘটনায় ওই রাতেই সুমল সর্দার নামে এক জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এই দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছিল।

Advertisement

ঘটনার পর জখম সহিদুল হাসপাতালে দাবি করেন, এলাকার তৃণমূল নেতাদের তোলাবাজিতে বাধা দেওয়ায় তাকে সরানোর চেষ্টা হয়েছিল। তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ মানেননি। বিজেপির লোকজন এই হামলা চালান বলে দাবি করেন বারুইপুরের (পূর্ব) বিধায়ক বিভাস সর্দার। এ দিন বিধায়ক বলেন, ‘‘গ্রেফতার হওয়া দু’জনেই বিজেপির দুষ্কৃতী। এলাকায় সহিদুলের প্রভাব রয়েছে। সেই কারণেই ভোটের আগে ওঁর উপর হামলা চালিয়েছে।’’ বিজেপি নেতা সুনীপ দাস বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে হামলা হয়েছে। কোন্দল ঢাকতে বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement