Road Accident

সোনারপুরে বাজার করে ফেরার পথে তরুণীকে পিষে দিল মালবাহী গাড়ি

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের কাছে একটি নিচু রাস্তাপেরিয়ে উঁচু রাস্তায় ওঠার সময়ে টাল সামলাতে না পেরে সাইকেল-সহপড়ে যান দু’জনেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৭:৩৪

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুরের কোদালিয়া শখেরবাজার এলাকায়। মৃতার নাম পিয়ালী গায়েন (৩১)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই চত্বরেই পিয়ালীরমা-বাবা থাকেন। তাঁর বছর পাঁচেকের একটি মেয়ে আছে। মেয়েকে নিয়ে বাবা-মায়ের কাছেই থাকতেন পিয়ালী। স্থানীয় একটি বহুজাতিক সংস্থার বিপণিতে কাজকরতেন তিনি। এ দিন সকালে বাড়ি থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে প্রথমে তাকে স্কুলে পৌঁছে দেনপিয়ালী। তার পরে বাজার করেন। বাজার সেরে এক আত্মীয়ের সাইকেলে চেপে ফিরছিলেন তিনি। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের কাছে একটি নিচু রাস্তাপেরিয়ে উঁচু রাস্তায় ওঠার সময়ে টাল সামলাতে না পেরে সাইকেল-সহপড়ে যান দু’জনেই। তখনই একটি মালবাহী গাড়ি এসে পিষে দেয় পিয়ালীকে। তাঁর মাথারউপর দিয়ে চলে যায় গাড়ির পিছনের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তেপাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় বছরখানেক আগেও দুর্ঘটনায় প্রাণ গিয়েছিলএক জনের। পর পর দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেনএলাকার মানুষ। তাঁদের অভিযোগ, রাস্তা দখল করে পুজোর তোরণ তৈরির জন্য গাড়ি চলাচলে সমস্যা হয়। পাশাপাশি, রাস্তা জুড়ে ইমারতি দ্রব্য পড়ে থাকার কারণেও দুর্ঘটনা বাড়ছে। এ দিন রাস্তার ধারে পড়ে থাকা খোয়ার স্তূপের কাছেই পড়ে যান পিয়ালী।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক করা হয়েছে মালবাহী গাড়িটি। তবে সেটির চালক পলাতক। তার খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন