Fake Document

অন্যের নথি হাতিয়ে সিম কার্ড, জালে চক্র

বুধবার রাতে অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৮:০৬
চার জনকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।

চার জনকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। —প্রতীকী চিত্র।

অন্যের নথিপত্র হাতিয়ে একাধিক সিম কার্ড তুলে চলত বেআইনি কারবার। বুধবার রাতে অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতদের নাম ব্রজেন সরকার, পলাশ মজুমদার, অলোক মণ্ডল এবং বিক্রম গুপ্ত। বাড়ি গোপালনগর এবং বনগাঁ থানা এলাকায়। তাদের কাছ থেকে পুলিশ ১২২টি সিমকার্ড উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রজেনের বাড়ি গোপালনগরের আকাইপুরে। সে দোকানে দোকানে সিমকার্ড সরবরাহ করে। সেই সুযোগ নিয়ে একটি চক্র তৈরি করে ফেলেছিল। চক্রের সদস্যদের সঙ্গে মোবাইলের সিম কার্ড বিক্রির দোকানের মালিকদের যোগাযোগ আছে। অভিযোগ, কেউ সিম কার্ড কিনতে এলে তাঁর আধার কার্ডের ফটোকপি নিয়ে চক্রের সদস্যেরা সহজেই সেই নামে একাধিক সিম তুলে নিত। পুলিশ জানিয়েছে, সীমান্তে চোরাচালানকারীদের মধ্যে অন্যের নামে থাকা সিম কার্ড ব্যবহার করার প্রবণতা আছে। তাদের কাছে চড়া দামে বিক্রি করা হত এই কার্ডগুলি। দুষ্কৃতী বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছেও এই ধরনের সিম কার্ড বিক্রি করা হত। তদন্তকারীরা জানান, যার নামে কার্ডটি তোলা হচ্ছে, তিনি সমস্যায় পড়তেন। সম্প্রতি হাবড়ার এক ব্যবসায়ী এ ধরনের সমস্যায় পড়েন বলে অভিযোগ। কয়েক দিন আগে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেন এবং বাংলাদেশ থেকে নারীপাচার মামলায় ইডি হাবড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল। ইডি তাঁর বাড়িতে তল্লাশি করে। পরে ওই ব্যবসায়ী বলেন, “আমার নামে একটি সিম কার্ড চলছে। ওই নম্বর থেকে যোগাযোগ করে বাংলাদেশিদের এ দেশে নিয়ে আসা হয়। বিষয়টি আমি জানতাম না। ইডি সেই তদন্তেই এসেছিল।”

Advertisement
Advertisement
আরও পড়ুন