Cutting down trees

রাতের অন্ধকারে কোপ গাছে, বন্ধ করল প্রশাসন

ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে কী ভাবে সরকারি গাছ কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ০৮:৫৬
এই গাছ কাটা ঘিরেই বিতর্ক।

এই গাছ কাটা ঘিরেই বিতর্ক। ছবি: সামসুল হুদা।

রাতের অন্ধকারে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল বাজার ব্যবসা সমিতির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শোনপুর বাজারে বাগজোলা খালপাড়ের রাস্তায়। বিডিও (ভাঙড় ২) পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এ নিয়ে কেউ কোনও প্রশাসনিক অনুমতি নেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।’’

Advertisement

ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে কী ভাবে সরকারি গাছ কাটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শোনপুর বাজার ব্যবসায়ী সমিতি রাতের অন্ধকারে নিজেদের ইচ্ছে মতো সরকারি গাছ কেটে বিক্রি করে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দা খয়রুল মোল্লা, আকবর মোল্লা বলেন, ‘‘এ ভাবে সরকারি গাছ কেটে বিক্রি করা যায় না। প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু বাজার ব্যবসায়ী সমিতি কাউকে কিছু না জানিয়ে নিজেদের মতো করে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে।’’

শোনপুর বাজার ব্যবসায়ী সমিতির দাবি, রাস্তার পাশে সরকারি একটি মরা শিরীষ গাছ রয়েছে। ওই গাছের ডাল ভেঙে প্রায়ই পথচলতি সাধারণ মানুষ জখম হচ্ছেন। সেই কারণে প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়ে ডাল কাটা হচ্ছিল। সমিতির ব্যাখ্যা, দিনের বেলায় ওই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তাই রাতের বেলা গাছের ডাল ছেঁটে ফেলা হচ্ছিল।
ব্যবসায়ী সমিতির সদস্য সাবির হোসেন মোল্লা বলেন, ‘‘ক'দিন আগেও ডাল ভেঙে এক মহিলা জখম হন। বড় দুর্ঘটনা এড়াতে গাছের ডাল ছেঁটে ফেলা হচ্ছিল।’’

Advertisement
আরও পড়ুন