Deganga Incident

মুখ খুললে প্রাণনাশের হুমকি, নির্বিকার স্বামী! দেগঙ্গায় নববধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

রবিবারই বাপেরবাড়িতে অত্যাচারের কথা জানান নির্যাতিতা তরুণী। তার পর রাতে অভিযুক্তের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৩:৫৬
A woman harassment allegation against her father in law, arrested

প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। নির্যাতিতার অভিযোগ, বাড়িতে একা থাকার সময় নানা অছিলায় তাঁকে স্পর্শ করতেন অভিযুক্ত। ধর্ষণও করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সপ্তাহখানেক আগে দেখাশোনা করে তরুণীর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের দু’দিন পর থেকেই নির্যাতিতার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করেন শ্বশুরবাড়ির লোকেরা। স্বামীকে বলেও লাভ হয়নি। উল্টে তিনিও নাকি স্ত্রীকে মারধর করতেন।

অভিযোগ, বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে ওই বধূর সঙ্গে দুর্ব্যবহার করতেন তাঁর শ্বশুর। নির্যাতিতার দাবি, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে বা প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, স্বামীকে জানিয়েও কোনও লাভ হয়নি। তরুণীর কথায়, ‘‘স্বামীকে বলতে গেলে আমায় বলত, বাবা যা বলছে তা শুনতে হবে। বেশি কিছু বললে আমাকে মারধর করা হত।’’

রবিবার বাপেরবাড়িতে অত্যাচারের কথা জানান তিনি। তার পর রাতে অভিযুক্তের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার অভিযোগ পেয়েই তাঁর শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ব্যক্তি। অভিযুক্তকে সোমবার বারাসত আদালতে হাজির করানো হবে।

Advertisement
আরও পড়ুন