Crime Against Women

মেয়েকে ‘ধর্ষণে’ গ্রেফতার বাবা

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সংসার বছর চল্লিশের ওই ব্যক্তির। স্ত্রী বাইরে কাজ করেন। বেশ কিছুটা সময় বাড়ির বাইরে থাকেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৭:৫৮
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

বছর চোদ্দোর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সংসার বছর চল্লিশের ওই ব্যক্তির। স্ত্রী বাইরে কাজ করেন। বেশ কিছুটা সময় বাড়ির বাইরে থাকেন। সেই সুযোগেই ওই ব্যক্তি বছর চোদ্দোর বড় মেয়েকে ধর্ষণ করত বলে অভিযোগ। গত দু’মাস ধরে সে একাধিক বার মেয়েকে ধর্ষণ করেছে বলে জানতে পেরেছে পুলিশ। রবিবার মত্ত অবস্থায় বাড়িতে ফিরে সে ফের মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই দিন মা ফিরলে সব বলে দেয় মেয়ে। এর পরে ঘটনার কথা জানতে পারেন প্রতিবেশীরাও।

ঘটনা জানাজানি হতে সোমবার অভিযুক্তকে মারধর শুরু করেন এলাকাবাসীরা। তাকে গাছে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন