—প্রতিনিধিত্বমূলক ছবি।
পারিবারিক গোলমালকে কেন্দ্র করে বোনকে মারধর করার অভিযোগ উঠেছে দাদা-সহ একাধিক জনের বিরুদ্ধে। অভিযুক্ত এক জনকে গ্রেফতারও করেছে বারাসত থানার পুলিশ। দিনকয়েক আগের ওই ঘটনা একটি ভিডিয়োর মাধ্যমে সামনে এসেছে শনিবার। তাতে এক মহিলাকে আরও দুই মহিলা ও এক ব্যক্তি মারধর করছেন বলে দেখা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, দিনকয়েক আগে বারাসতের নবপল্লিতে ওই ঘটনাটি ঘটে। তদন্তকারীদের দাবি, আরিস্মা ধর নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর দাদা অঞ্জন ধরকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেল হেফাজতে। আরিস্মার পরিবারের অন্য অভিযুক্ত সদস্যদের খোঁজ চলছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা ঘরের জানলা বন্ধ করছিলেন। স্থানীয়েরা জানান, আরিস্মা তা বন্ধ করতে বাধা দিলে তাঁকে ঠেলে খাটে ফেলে চুলের মুঠি ধরে পেটানো হয়। অন্যেরাও তাঁকে নির্মম ভাবে মারতে থাকেন। সবটাই ভিডিয়োয় রয়েছে বলে দাবি প্রতিবেশীদের।
পুলিশ সূত্রের খবর, আরিস্মা থাকেন দুবাইয়ে। তাঁর মা রীনা ধরের চার মেয়ে ও এক ছেলে। পুলিশের কাছে আরিস্মার অভিযোগ, রীনার দোতলা বাড়ির দখল নিয়েই এই মারধর। এ জন্য রীনাকেও মারধর করা হয় বলে পুলিশের দাবি। দুবাই থেকে আরিস্মা এসেছিলেন মায়ের চিকিৎসা করাতে। গত জানুয়ারিতে রীনা মারা যান। তবে আরিস্মা থাকছিলেন মায়ের বাড়িতেই।
ঘটনার দিন ওই ভাবে আরিস্মাকে প্রহৃত হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর দেন। তখনই কেউ আড়াল থেকে গোটা ঘটনাটির ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছেড়ে দেন।