Raidighi Murder Case

পারিবারিক শত্রুতার জের, রায়দিঘিতে ভরা বাজারের মধ্যেই এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হল প্রৌঢ়কে

খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে নিহতের খুড়তুতো ভাই শেখ শাহাদাতের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিবাদ রয়েছে। তার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রায়দিঘি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১১:৫৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভরা বাজারের মধ্যেই খুন হয়ে গেলেন এক প্রৌঢ়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। সকালে প্রতি দিনের মতোই স্থানীয় বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন শেখ বাহাদুর নামে এক ব্যক্তি। সেই সময় কয়েক জন তাঁর উপরে চড়াও হন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বাহাদুরের সারা শরীরে। লুটিয়ে পড়ে ঘটনাস্থলেও মৃত্যু হয় তাঁর।

Advertisement

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে নিহতের খুড়তুতো ভাই শেখ শাহাদাতের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিবাদ রয়েছে। সম্প্রতি শাহাদাতের বাড়িতে চুরি হয়। এই ঘটনার জন্য শাহাদাতের পরিবার দায়ী করে বাহাদুরের পরিবারকেই। শত্রুতা আরও বৃদ্ধি পায়।

রক্তাক্ত বাহাদুরকে নিয়ে যাওয়া হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এই প্রসঙ্গে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, “এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।”

নিহতের পুত্রের অভিযোগ, কাকা শাহাদাতই তাঁর বাবাকে খুন করেছেন। তাঁর কথায়, “দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল ঠিকই। কিন্তু তাই বলে কাকা এমন করবে ভাবতে পারিনি। আমি চাই দোষীরা সবাই শাস্তি পাক।”

আরও পড়ুন
Advertisement