Sundarbans

বাঘের হানায় জখম মৎস্যজীবী

স্থানীয় সূত্রের খবর, কুলতলির মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকার বাসিন্দা, বছর পঞ্চান্নর শুকদেব ২৯ নভেম্বর তিন সঙ্গীর সঙ্গে জঙ্গলে গিয়েছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:২৬
রয়্যাল বেঙ্গল টাইগার।

রয়্যাল বেঙ্গল টাইগার। —ফাইল চিত্র।

জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় জখম হলেন এক মৎস্যজীবী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস দ্বীপের কাছে। জখম শুকদেব সাফুই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, কুলতলির মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদ এলাকার বাসিন্দা, বছর পঞ্চান্নর শুকদেব ২৯ নভেম্বর তিন সঙ্গীর সঙ্গে জঙ্গলে গিয়েছিলেন। পরিবারের দাবি, বৈধ পাস নিয়েই মাছ ধরতে যান তাঁরা। শুকদেবের সঙ্গী গণেশ মিদ্যে জানান, ওই দিন কলস দ্বীপের কাছে কাঁকড়া ধরার তোড়জোড় চলাকালীনই পাশের জঙ্গল থেকে হঠাৎ করে একটি বাঘ বেরিয়ে আক্রমণ করে শুকদেবকে। জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীরা লাঠি-বাঁশ হাতে রুখে দাঁড়ান। বাধা পেয়ে ‘শিকার’ ছেড়ে জঙ্গলে ফিরে যায় বাঘ। জখম শুকদেবকে নিয়ে এলাকায় ফেরেন সঙ্গীরা। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বন দফতর সূত্রের খবর, কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

নগেনাবাদ গ্রামে মাটির কাঁচা বাড়িতে বাস শুকদেবের। স্ত্রী বাসন্তী জানান, দীর্ঘ দিন ধরেই জঙ্গলে যান শুকদেব। কাঁকড়া ধরে কোনও রকমে সংসার চলে। শুকদেবের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলেরা এখনও নাবালক। তবু আয়ের খোঁজে ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছে তারা।

জখম মৎস্যজীবীকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। পাশাপাশি, জখম মৎস্যজীবীর চিকিৎসার খরচ বহন করা, নাবালক ছেলেদের ভিন্ রাজ্য থেকে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে। বাঘের আক্রমণে মৃত্যু-মিছিল বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করারও দাবি জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন