— প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর নফরগঞ্জ লকগেট এলাকায় মাটির লরির ধাক্কায় মৃত্যু হল কুন্তল মণ্ডল (৯) নামে এক স্কুলছাত্রের। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে একটি লরি কুন্তলকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় হাতাহাতি। বিক্ষোভকারীরা ক্ষোভে একটি মাটি কাটার যন্ত্রে আগুন লাগিয়ে দেন।
এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। মৃত কুন্তলের পরিবারের দাবি, অভিযুক্ত লরি চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।