IPL 2025

আইপিএলের বেতন নিয়ে আবার বিদ্রোহী গাওস্কর, ইঙ্গিত কি ১৪ বছরের কোটিপতি বৈভবের দিকে?

ঘরোয়া ক্রিকেটে কম বেতন নিয়ে আরও এক বার মুখ খুলতে দেখা গেল সুনীল গাওস্করকে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে বেতনের যে অসাম্য রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, অবিলম্বে বেতনে ভারসাম্য আনা দরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২১:৪২
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

ঘরোয়া ক্রিকেটে কম বেতন পাওয়া নিয়ে অতীতে বার বার সরব হয়েছেন তিনি। আরও এক বার মুখ খুলতে দেখা গেল সুনীল গাওস্করকে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে বেতনের যে অসাম্য রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, অবিলম্বে বেতনে ভারসাম্য আনা দরকার।

Advertisement

আইপিএলের মহানিলামে বৈভব সূর্যবংশীর মতো ১৪ বছরের ক্রিকেটারও কোটিপতি হয়ে গিয়েছেন। অতীতে অনেক ক্রিকেটার প্রচুর দাম পেলেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। সেটাই পছন্দ নয় গাওস্করের। তাঁর মতে, ব্যাটারের প্রতিভা অনুযায়ী দাম দেওয়া উচিত।

গাওস্কর লিখেছেন, “একটা মরসুমে ভাল খেলেই পরের মরসুমে হারিয়ে যাচ্ছে, আইপিএলে এমন উদাহরণ বহু রয়েছে। কিন্তু রঞ্জি ট্রফিতে সারা জীবন খেলে যে টাকা পাওয়া যায়, তার থেকে অনেক বেশি পাওয়া যায় এক মরসুম আইপিএলে খেললে। দর্শকদের কাছে আইপিএলের গ্রহণযোগ্যতা এবং বিরাট মাপের সম্প্রচারস্বত্ব থাকায় এই অসাম্য থাকবেই। তবে আইপিএলের থেকে তিন গুণ ম্যাচ ঘরোয়া ক্রিকেটে যারা খেলে, তাদের জন্য এটা খুব খারাপ।”

গাওস্করের সংযোজন, “কাটা ঘায়ে নুনের ছিটের মতো আরও একটা জিনিস উল্লেখ করতে চাই। গোটা মরসুমে রঞ্জি, বিজয় হজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সব ম্যাচ খেললেও হয়তো আইপিএলের ন্যূনতম মূল্য ৩০ লাখ টাকাও উপার্জন করতে পারে না অনেকে। মুম্বইয়ের মতো রাজ্য সংস্থা যদি বোর্ডের মতো বেতন রঞ্জির ক্রিকেটারদের দিতে পারে, তা হলে এই অসাম্য একটু হলেও কমবে।”

Advertisement
আরও পড়ুন