Fake Identity Racket

ফের ভুয়ো পরিচয়পত্রের দুই কারবারি ধৃত

ধৃত অসিত দাস ও সুমনকুমার ঘোষের বাড়ি স্থানীয় রাবানসীপুর এবং উত্তর কুলবেড়িয়া এলাকায়। রবিবার দু’জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১
ধৃত অসিত দাস ও সুমনকুমার ঘোষের বাড়ি স্থানীয় রাবানসীপুর এবং উত্তর কুলবেড়িয়া এলাকায়।

ধৃত অসিত দাস ও সুমনকুমার ঘোষের বাড়ি স্থানীয় রাবানসীপুর এবং উত্তর কুলবেড়িয়া এলাকায়। —প্রতীকী চিত্র।

বনগাঁর পরে এ বার বাগদায় ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং বিক্রি চক্রের খোঁজ মিলল। পুলিশ জানিয়েছে, ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি এবং ওই সব পরিচয়পত্র কয়েক হাজার টাকায় বিক্রির একটি চক্রের সন্ধান মিলেছে। শনিবার রাতে চক্রের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অসিত দাস ও সুমনকুমার ঘোষের বাড়ি স্থানীয় রাবানসীপুর এবং উত্তর কুলবেড়িয়া এলাকায়। রবিবার দু’জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে বাগদা বাজার এবং চ্যাঙা বটতলা এলাকা থেকে দু’জনকে ধরা হয়। ওই দু’টি এলাকায় দু’জনের দু’টি সাইবার ক্যাফে আছে। স্থানীয়দের দাবি, ধৃতদের সঙ্গে বাংলাদেশিরা যোগাযোগ করত ভারতীয় পরিচয়পত্র কেনার জন্য। অসিত এবং সুমন ওই সাইবার ক্যাফে থেকে সেগুলি বানিয়ে বাংলাদেশিদের কাছে পৌঁছে দিত।

Advertisement
আরও পড়ুন