Viral Video Of Divorce Mehendi

বিয়ের পর পাশে থাকেননি শ্বশুরবাড়ির কেউ, মেহন্দি এঁকে বিচ্ছেদের কাহিনি শোনালেন তরুণী

শ্বশুরবাড়ির কোনও সদস্যকে যে পাশে পাননি তা-ও মেহন্দির আঁকায় ফুটে উঠেছে। তরুণীর ভগ্ন হৃদয়ের একটি ছবি দিয়ে শেষে লেখা রয়েছে, ‘‘অবশেষে বিবাহবিচ্ছেদ’’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৫২
Woman shares story of failed marriage on mehendi art work, video went viral

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নবদম্পতি দু’জনেই কনিষ্ঠা জড়িয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। বিয়ের পর তরুণী কী ধরনের পরিস্থিতি পার হয়ে গিয়েছেন, সেই কাহিনি মেহন্দি এঁকে জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই মেহন্দির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঊর্বশীস_মেহন্দি_অ্যান্ড_মেকওভার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। গুজরাতের আমদাবাদের বাসিন্দা ঊর্বশী ভোরা শর্মা। তিনি পেশায় মেহন্দিশিল্পী। এক তরুণীর বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই উপলক্ষে তরুণীর হাতে মেহন্দি এঁকে দিয়েছেন তিনি। সেখানে মেহন্দি এঁকে তরুণীর বিবাহিত জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন। মেহন্দির মধ্যে ফুটে উঠেছে এক তরুণীর ছবি, যিনি বাড়ির কাজকর্ম করছেন এবং তরুণীর পিঠের উপর চাপানো হয়েছে একটি পা। পাশে লেখা রয়েছে, ‘‘বাড়ির বৌ না চাকরানি?’’, তার নীচে লেখা, ‘‘পরের ঘরকে আপন করে নেওয়া অন্যায়?’’ শ্বশুরবাড়ির কোনও সদস্যকে যে পাশে পাননি তা-ও মেহন্দির আঁকায় ফুটে উঠেছে। তরুণীর ভগ্ন হৃদয়ের একটি ছবি দিয়ে শেষে লেখা রয়েছে, ‘‘অবশেষে বিবাহবিচ্ছেদ’’।

সপ্তাহখানেক আগে ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছিলেন ঊর্বশী। কম সময়ের মধ্যে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় মন্তব্য করার ‘অপশন’ বন্ধ করে দেন তিনি।

Advertisement
আরও পড়ুন