Relationship

সন্তানধারণে অক্ষম স্ত্রীকে সন্তান উপহার দিতে তাঁর যমজ বোনের সঙ্গেই শারীরিক সম্পর্ক তরুণের!

তরুণী জানান, তাঁর সঙ্গে আলোচনা না করেই তাঁর স্বামী এবং বোন শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। বোন অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি সব জানতে পারেন। তরুণীর স্বামীর মন্তব্য, তাঁর স্ত্রীকে সন্তান উপহার দেওয়ার জন্যই নাকি এই পথ বেছে নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১০:০২

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিয়ের পর অনেক বছর কেটে গিয়েছে। স্বামী-স্ত্রীর দু’জনের সংসারে নতুন অতিথি কবে আসবে, তা নিয়েই চিন্তাভাবনা করতেন দম্পতি। সাড়ে ছ’বছর ধরে সন্তানধারণের চেষ্টাও করছেন তরুণী। কিন্তু কিছু শারীরিক সমস্যা থাকার কারণে সন্তানের জন্ম দিতে অক্ষম তিনি। ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন তিনি। স্ত্রীর মা হওয়ার শখ পূরণ করতে অন্য পন্থা অবলম্বন করলেন তাঁর স্বামী। স্ত্রীর যমজ বোন, অর্থাৎ তাঁর শ্যালিকার সঙ্গেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়লেন তিনি।

Advertisement

শ্যালিকা অন্তঃসত্ত্বা হলে সেই সুখবর জানিয়ে স্ত্রীকে চমকে দিতে চেয়েছিলেন তরুণ। সমাজমাধ্যমে এই ঘটনার উল্লেখ করেছেন তরুণী। স্থান-কাল-পাত্র ঊহ্য রেখে টিকটক মাধ্যমে এক তরুণী পোস্ট করে লেখেন, ‘‘আমি সন্তানধারণে অক্ষম। সাড়ে ছ’বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ। তবে আমার স্বামী আর বোন যে এ ভাবে আমায় ঠকাবে তা আমি জন্মেও ভাবিনি।’’

তরুণী জানান, তাঁর সঙ্গে আলোচনা না করেই তাঁর স্বামী এবং বোন শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। বোন অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি সব জানতে পারেন। তরুণীর স্বামীর মন্তব্য, তাঁর স্ত্রীকে সন্তান উপহার দেওয়ার জন্যই নাকি এই পথ বেছে নিয়েছেন তিনি।

অন্য দিকে তরুণীর যমজ বোনের কথায়, ‘‘আমি তো তোমার যমজ বোন। আমাদের দু’জনের জিনগত গঠন একই। এটিও তো এক ধরনের সারোগেসি।’’ তরুণীর দাবি, তাঁর স্বামী এবং বোন দু’জনেই তাঁকে ঠকিয়েছেন। এই পরিস্থিতিতে কী করা প্রয়োজন, তা বুঝতে না পেরে টিকটক মাধ্যমে নেটব্যবহারকারীদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। নেটব্যবহারকারীর একাংশের মতে, তাঁর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আবার কেউ কেউ বলেছেন, ‘‘আমার সঙ্গে এমন হলে আমি আপত্তি জানাতাম না। কিন্তু এক বার শলাপরামর্শ করে নেওয়া প্রয়োজন ছিল। তোমার জন্য সত্যিই দুঃখিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement