Viral Video

বাঁদরের মতো ঝুলে যাচ্ছেন এ ডাল-ও ডাল, তরতরিয়ে উঠছেন গাছে! দেখা মিলল ‘বাস্তবের টারজ়ানের’

ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক গাছ থেকে নিখুঁত ভাবে অন্য গাছে লাফ দিচ্ছেন লিও। তরতর করে উঠে পড়ছেন ১৯৬ ফুট লম্বা গাছে। ঘুরে বেড়াচ্ছেন এ ডাল থেকে সে ডাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৪:৩৩
Viral Video of man jumps from one tree to another

বাস্তবের টারজ়ানকে কেউ কখনও দেখেছেন? ছবি: সংগৃহীত।

টারজ়ান নামের সঙ্গে প্রায় সকলেই পরিচিত। টারজ়ান সিনেমা বা কার্টুন দেখেননি এমন লোকের সংখ্যাও হাতেগোনা। কিন্তু বাস্তবের টারজ়ানকে কেউ কখনও দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। তবে সম্প্রতি লিওপোল্ড হারবিন নামের এক যুবকের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসার পরেই তাঁর সঙ্গে টারজ়ানের মিল খুঁজে পেয়েছেন ব্যবহারকারীরা। কেউ কেউ আবার তাঁকে বাস্তবের টারজ়ানের সঙ্গে তুলনাও করেছেন। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক গাছ থেকে নিখুঁত ভাবে অন্য গাছে লাফ দিচ্ছেন লিও। তরতর করে উঠে পড়ছেন ১৯৬ ফুট লম্বা গাছে। ঘুরে বেড়াচ্ছেন এ ডাল থেকে সে ডাল। লিও যে গাছগুলিতে লাফালাফি করছেন, সেগুলির দূরত্ব নেহাত কম নয়। তবে ভারসাম্য এমনই যে, কিছুতেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন না। একটি ভিডিয়োয় লিওকে ৯০ ফুট উঁচু গাছের ডাল ভেঙে পড়তে দেখা যায়। কিন্তু তৎক্ষণাৎ অন্য গাছের ডাল চেপে ধরে নিজেকে বাঁচান তিনি।

উল্লেখ্য, সমাজমাধ্যমে লিও যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ২০ লক্ষেরও বেশি। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি ইতিমধ্যেই ৬৮ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ।

আরও পড়ুন
Advertisement