cobra vs spider

মাকড়সার জালে জড়িয়ে ঝুলছে গোখরো, শূন্যে শুরু ভয়ঙ্কর লড়াই! জিতল কে?

১০ ফুটের গোখরো মাকড়সার জালে জড়িয়ে নাস্তানাবুদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:০৫
Viral video of cobra and spider steals internet

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাকড়সার জালে জড়িয়ে লেজে-গোবরে অবস্থা হল একটি গোখরোর। মাকড়সার জালে জড়িয়ে এমন দশা হল সরীসৃপটির, যা দেখলে চমকে যেতে হবে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ফেসবুকে, যা দেখে বিস্ময়ে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তবে ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োয় একটি প্রায় ১০ ফুটের গোখরোকে বিদ্যুতের তার বেয়ে উঠতে দেখা গিয়েছে। তার পরই সেই সাপটি একটি মাকড়সার জালে বন্দি হয়ে পড়ে। ধীরে ধীরে একটি বড় কালো মাকড়সাকে নেমে আসতে দেখা যায় জাল বেয়ে। জাল থেকে নিজেকে মুক্ত করতে সাপটি যত ছটফট করতে থাকে ততই জালের বাঁধন যেন শক্ত হতে থাকে। নাছোড়বান্দা মাকড়সাটিও সাপটিকে আক্রমণ করতে থাকে। এক সময়ে সাপটির নড়াচড়ার ক্ষমতা থাকে না।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় দ্রুত ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যমে ৮ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে অদ্ভুত এই ভিডিয়োটি। বহু মানুষ বিস্ময় ও ভয়ের প্রতিক্রিয়াও জানিয়েছেন মন্তব্যবাক্সে। অনেকে আবার বলেছেন, ভিডিয়োটি আসল নয়। সফ্‌টঅয়্যারের সাহায্যে তৈরি করা।

Advertisement
আরও পড়ুন