Viral Video

বিহারে দেখা মিলল ‘জলপরি’দের! জলের মধ্যে থেকে চুমুও ছুড়ে দিলেন দর্শকের দিকে, ভাইরাল ভিডিয়ো

কয়েক দিন আগে ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গৌতম_যাদব১২৪’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১২:৫৭
Video shows women dressed as marmaid grab attention of people in Bihar fair

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জলের মধ্যে সাঁতরে বেড়াচ্ছেন ‘জলপরি’রা। চুমু ছুড়ে দিচ্ছেন দর্শকের দিকে। দর্শকও তাঁদের দেখতে ভিড় জমাচ্ছেন! এমনই একটি দৃশ্য দেখা গেল বিহারে। বিহারের সিংহেশ্বর নাথ মন্দির ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত। চলতি বছরে সেখানেই এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকছেন দর্শনার্থীরা। তবে জলপরি হিসাবে যাঁদের দেখানো হচ্ছে প্রদর্শনীতে, তাঁরা আদতে জলপরি নন। জলপরি সেজে থাকা কয়েক জন মহিলা। সিংহেশ্বর মেলায় ওই মহিলাদের জলপরি সাজিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে স্বচ্ছ জলাধারে। সেখানেই সাঁতরে সাঁতরে খেলা দেখাচ্ছেন তাঁরা। আর তাঁদের দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চকচকে পোশাক এবং পাখনা পরে জলপরি সেজেছেন কয়েক জন মহিলা। স্বচ্ছ জলাধারে সাঁতরে সাঁতরে খেলা দেখাচ্ছেন তাঁরা। মাঝেমধ্যে জলের মধ্যে থেকেই চুমু ছুড়ে দিচ্ছেন দর্শকের উদ্দেশে। আর তা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ওই মহিলাদের দেখে মনে হচ্ছে সত্যিই যেন জলপরির আবির্ভাব হয়েছে মেলাপ্রাঙ্গণে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে।

কয়েক দিন আগে ভাইরাল হওয়া ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গৌতম_যাদব১২৪’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে অনেকে বিস্ময় প্রকাশ করলেও নেটাগরিকদের অনেকে আবার মজার মজার মন্তব্যও করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর সিংহেশ্বরের মহাশিবরাত্রি মেলায় বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং নেপাল থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। চলতি বছর সেই সিংহেশ্বর নাথ মন্দিরের মেলারই অন্যতম আকর্ষণ ‘জলপরি’র শো।

Advertisement
আরও পড়ুন