Viral Video

পড়ুয়াদের খাতা দেখে নম্বর বসাচ্ছেন কলেজের পিয়ন! ভিডিয়ো ভাইরাল হতেই প্রকাশ্যে ভয়ঙ্কর সত্য

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিয়নের খাতা দেখার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পড়়ুয়া এবং অভিভাবকেরা। বিক্ষোভ দেখান তাঁরা। এর পরেই নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৪:১১
Video shows peon of a Government PG College in Madhya Pradesh checking exam paper of students

ছবি: এক্স থেকে নেওয়া।

অধ্যাপকের পরিবর্তে পরীক্ষার খাতা দেখছেন কলেজের পিয়ন। নম্বরও বসাচ্ছেন। এমনই এক খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে দেশ জুড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পিপারিয়ার শহিদ ভগৎ সিংহ পিজি বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের খাতা যিনি দেখছিলেন, তিনি ওই কলেজের পিয়ন। নাম পান্নালাল পাথারিয়া। অভিযোগ, পাঁচ হাজার টাকার পরিবর্তে এক অধ্যাপকের হয়ে পড়ুয়াদের পরীক্ষার খাতার মূল্যায়ন করছিলেন পান্নালাল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিয়নের খাতা দেখার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পড়়ুয়া এবং অভিভাবকেরা। বিক্ষোভ দেখান তাঁরা। এর পরেই নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের পর কর্তৃপক্ষ জানান, পড়ুয়াদের পরীক্ষার খাতা দেখার জন্য পাঁচ হাজার টাকা পেয়েছিলেন পান্নালাল। অভিযোগ, খাতা দেখার বদলে তাঁকে ওই টাকা দিয়েছিলেন খুশবু পাগারে নামে এক অতিথি অধ্যাপক।

পান্নালালের উত্তরপত্র মূল্যায়নের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। গত ৩ এপ্রিল ওই কমিটি তাদের রিপোর্ট জমা দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পান্নালাল এবং খুশবুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আর কী পদক্ষেপ করা হবে, তা খতিয়ে দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও খুশবুর দাবি, শারীরিক সমস্যার কারণে তিনি অন্য এক জনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করিয়েছেন।

পিয়নের খাতা দেখার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা প্রথম পোস্ট করা হয় সংবাদমাধ্যম ‘আজ তক’-এর এক্স হ্যান্ডল থেকে। পরে অনেকেই সেই পোস্ট শেয়ার করেন। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। সে রাজ্যে শিক্ষাব্যবস্থার হাল নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন