Viral Video

বরফে ঢাকা জলে আটকা পড়েছেন ডুবুরি, শত চেষ্টাতেও পেলেন না বেরোনোর রাস্তা! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বচ্ছ জলে সাঁতার কাটছেন এক ডুবুরি। কিন্তু কিছুতেই জল থেকে উঠে আসতে পারছেন না তিনি। কারণ জলের উপরিভাগ পুরু বরফের আস্তরণে ঢেকে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৮:০৩
Video shows diver stuck in frozen water, trying to find way out desperately

ছবি: এক্স থেকে নেওয়া।

ধরুন, জল ভর্তি একটা বদ্ধ জায়গায় আটকে পড়েছেন। আপ্রাণ চেষ্টা করেও বেরোতে পারছেন না। কারণ, বেরোনোর পথই বন্ধ। কেমন মনে হবে? উদ্বেগ তৈরি হবে কতটা? ভাবতে কষ্ট হলেও তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োয় দেখা গিয়েছে, জলের নীচে সাঁতার কাটছেন এক ডুবুরি। কিন্তু জল থেকে উঠতে পারছেন না। কারণ জলের উপরিতল ঢাকা পড়েছে পুরু বরফে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বচ্ছ জলে সাঁতার কাটছেন এক ডুবুরি। কিন্তু কিছুতেই জল থেকে উঠে আসতে পারছেন না তিনি। কারণ, জলের উপরিভাগ পুরু বরফের আস্তরণে ঢেকে গিয়েছে। অনেক চেষ্টা করেও বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না তিনি। এর পর ভয় চেপে ধরে তাঁকে। জলের মধ্যে এ দিক থেকে ও দিক— রাস্তা খুঁজে বার করতে মরিয়া ওঠেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যামেজ়িং নেচার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ছ’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন। নেটাগরিকদের একাংশ ঘটনাটিকে ‘ভয় ধরানো’ বলেও মন্তব্য করেছেন। আবার ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, “ভিডিয়োটি যেমন সুন্দর, তেমনই উদ্বেগের। নিজেকে ওই জায়গায় কল্পনা করতে পারছি না।’’

Advertisement
আরও পড়ুন