Viral Video

ফোনে কথা বলতে বলতে স্কুটি চালাচ্ছিলেন, রাস্তায় অপেক্ষায় ‘মৃত্যুদূত’! কী অবস্থা হল যুবকের?

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মনে ফোনে কথা বলতে বলতে স্কুটি চালাচ্ছেন এক যুবক। তাঁর পরনে টিশার্ট-প্যান্ট, মাথায় টুপি। তাঁর বেশ কিছুটা সামনে রাস্তা পেরোচ্ছিল একটি বিশাল সাপ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ০৮:৫০
Video man escapes snake bite while riding scooty

ছবি: এক্স থেকে নেওয়া।

একহাতে স্কুটির হ্যান্ডল। অন্য হাতে ফোন। এক মনে কথা বলতে বলতে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। কিন্তু তিনি জানতেন না যে, মাঝরাস্তায় তাঁর জন্য অপেক্ষা করছিল সাক্ষাৎ মৃত্যুদূত! বরাতজোরে প্রাণে রক্ষা পেলেন ওই যুবক। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মনে ফোনে কথা বলতে বলতে স্কুটি চালাচ্ছেন এক যুবক। তাঁর পরনে টিশার্ট-প্যান্ট, মাথায় টুপি। তাঁর কিছুটা সামনে রাস্তা পেরোচ্ছিল একটি বিশাল সাপ। যুবকের গাড়ির আওয়াজ পেয়ে সাপটি ঘুরে যায়। ফণা তুলে দাঁড়ায় রাস্তার মাঝে। কিন্তু সে দিকে হুঁশ ছিল না যুবকের। স্কুটি নিয়ে তিনি যখন একদম সপটির সামনে চলে এসেছেন, তখন সাপটি নজরে পড়ে তাঁর। তত ক্ষণে সাপটি তাঁকে কামড়ানোর জন্য প্রস্তুত! চিৎকার করে স্কুটি থেকে লাফ দেন যুবক। এর পর ভয়ে পিছনের দিকে দৌড়তে থাকেন। তবে ফোনটি তখনও তাঁর কানে ধরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ৩ মার্চ ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মধু কুইন’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওই যুবক মৃত্যুকে কাছ থেকে দেখলেন। মানতেই হবে যে ওঁর সময় ভাল যাচ্ছিল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ফোনে কথা বলতে বলতে স্কুটি চালানোর জন্য উচিত শিক্ষা পেয়েছেন যুবক।’’

Advertisement
আরও পড়ুন