Viral Video

পাহাড়ের ধারে ওড়না উড়িয়ে রিল বানাচ্ছিলেন তরুণী, পা হড়কে হঠাৎ বিপত্তি! প্রকাশ্যে ভিডিয়ো

২৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাড়া পাহাড়ের ধারে ওড়না উড়িয়ে গান গাইছেন এক তরুণী। দূরে দাঁড়িয়ে তাঁরই এক পরিচিত সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রিল বানাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৩
Video of woman making reel in hill in Himachal

ছবি: এক্স থেকে নেওয়া।

সবুজে ঢাকা খাড়াই পাহাড়। তারই একটি পাথরে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন তরুণী। গান গাইছিলেন, ‘বেপনহা প্যার হ্যায় আ জা’। এর পরেই সেই খাড়াই পাহাড়ের ধার দিয়ে ছুটতে শুরু করেন তরুণী। তখনই বিপত্তি বাধে। খাড়াই পাহাড় বেয়ে গড়িয়ে পড়়ে যান তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

২৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাড়া পাহাড়ের ধারে ওড়না উড়িয়ে গান গাইছেন এক তরুণী। দূরে দাঁড়িয়ে তাঁরই এক পরিচিত সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রিল বানাচ্ছেন। হঠাৎই গান গাইতে গাইতে ওই পরিচিতের দিকে ছুটতে শুরু করেন তরুণী। তখনই ঘটে যায় দুর্ঘটনা। পা হড়কে ঢালাই পাহাড় দিয়ে নীচের দিকে বেশ খানিকটা গড়িয়ে যান তিনি। অবশেষে এক জায়গায় গিয়ে থামেন।

সমাজমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে। এক্স হ্যান্ডলে গত ১৫ সেপ্টেম্বর পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকেই ওই ভিডিয়ো দেখে বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন। নেটাগরিকদের একাংশ ওই তরুণীর জন্য দুঃখপ্রকাশ করলেও কটাক্ষও করেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন