Viral Video

কচ্ছপকে চুমু খেতে গিয়ে বিপত্তি! মহিলার ঠোঁট কামড়ে ছিঁড়ে দিল ছোট্ট প্রাণী, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ে বুক অবধি জলে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তাঁর হাতে ধরা একটি ঝুড়ি। সেই ঝুড়িতে বেশ কয়েকটি কচ্ছপ রয়েছে। ক্যামেরায় কচ্ছপগুলি দেখাতে থাকেন ওই মহিলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৪:১৩
Video of woman and Turtle goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

জলাধার থেকে কচ্ছপ ধরে কেরামতি দেখাচ্ছিলেন মহিলা। ক্যামেরার সামনে জলজ প্রাণীগুলির প্রদর্শন করছিলেন। এমন সময়ই ঘটে গেল বিপত্তি। একটি কচ্ছপকে চুমু খেতে গিয়ে বিপদে পড়লেন ওই মহিলা। মহিলার ঠোঁট কামড়ে ছিঁড়ে দিল কচ্ছপ! এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাশয়ে বুক অবধি জলে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তাঁর হাতে ধরা একটি ঝুড়ি। সেই ঝুড়িতে বেশ কয়েকটি কচ্ছপ রয়েছে। ক্যামেরায় কচ্ছপগুলি দেখাতে থাকেন ওই মহিলা। এর পর কেরামতি করে ঝুড়ি থেকে একটি কচ্ছপ তুলে নিয়ে তার মুখে চুমু খেতে যান মহিলা। কিন্তু কচ্ছপের ঠোঁটে ঠোঁট লাগাতেই রেগে যান ‘কূর্মদেবতা’। মহিলার ঠোঁটে মোক্ষম কামড় দেয় সে। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন মহিলা। কিন্তু কচ্ছপ ছেড়ে দেওয়ার পাত্র নয়। মুখ দিয়ে টেনে মহিলার ঠোঁটের চামড়া ছিঁড়ে দেয় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্কেয়ারি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, “আমি বাজি ধরছি যে, মহিলা আর কখনও এমন কাজ করবেন না।’’

Advertisement
আরও পড়ুন