viral video

মাংসে অরুচি, জিভের স্বাদ বদলাতে অন্য খাবারে মজল দুই হিংস্র শ্বাপদ! চেটেপুটে খেল বরফজমাট দুধ

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুটি সাইবেরিয়ার বাঘের সামনে বেশ বড় এক খণ্ড সাদা আইসক্রিম রাখা হয়েছে। সেই আইসক্রিম মহানন্দে চেটে চেটে খাচ্ছে শ্বাপদেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১২:৫৭
tigers enjoy a refreshing treat of frozen goat milk

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হিংস্র বন্যপ্রাণী বাঘ-সিংহের আহার বলতে আমরা কাঁচা মাংসই বুঝি। বনের পশুদেরও মাঝেমাঝে মানুষের মতো খাবারের স্বাদ দেওয়ার চেষ্টা করা হয় চিড়িয়াখানাগুলিতে। সেই রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে দু’টি সাইবেরিয়ান বাঘের ছানা মহানন্দে আইসক্রিম চাটছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুটি সাইবেরিয়ার বাঘের সামনে বেশ বড় এক খণ্ড সাদা আইসক্রিম রাখা হয়েছে। সেই আইসক্রিম মহানন্দে চেটে চেটে খাচ্ছে শ্বাপদেরা। ভিডিয়ো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই আইসক্রিমটি ছাগলের দুধ জমিয়ে তৈরি করা হয়েছে। সেই দুধের স্বাদের ঠান্ডা বরফ পেয়ে আনন্দের আর অন্ত নেই। রোজের খাদ্যতালিকার একঘেয়ে খাবার থেকে কিছুটা আলাদা এই বিশেষ মেনুটি।

বন্য অঞ্চলে তাদের খাদ্যতালিকায় মূলত মাংসই থাকে। কিন্তু চিড়িয়াখানার খাঁচাবন্দি অবস্থায় বরফজমাট দুধের মতো বিশেষ খাবার তাদের শরীরে জলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। বরফের জমানো দুধ যে কেবল তাদের শরীর ঠান্ডা রাখে এমন নয়, নতুন খাবার সামনে রেখে তাদের ইন্দ্রিয় এবং প্রাকৃতিক কৌতূহলকেও কাজে লাগানো হয়।

‘বিয়ন্ড দ্য ওয়াইল্ডলাইফ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি দু’দিন আগে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি ৯৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে মজার মজার ইমোজি দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement
আরও পড়ুন