ছবি: সংগৃহীত।
ঝুলিতে রয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডিগ্রি। তা সত্ত্বেও চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারেননি তরুণী। এক বার নয়, ৭০ বার চাকরি পরীক্ষা দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। তরুণীর নাম মারিকা নিহোরি। কেমব্রিজ থেকে পদার্থবিদ্যায় পিএইচডি অর্জন করার পরেও তিনি চাকরি খুঁজে পেতে মাসের পর মাস লড়াই করেছিলেন। ইনস্টাগ্রামের একটি ভিডিয়োয় তিনি দাবি করেছেন যে, চাকরি পাওয়ার ক্ষেত্রে ৭০টিরও বেশি প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন। মারিকা ইনস্টাগ্রামের বেশ কয়েকটি ভিডিয়োতে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেগুলি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
লন্ডনে বসবাসকারী মারিকা চাকরি খোঁজার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে জানান, চাকরির সন্ধান এত কঠিন হবে বলে তিনি কল্পনাও করতে পারেননি। প্রথমে মারিকা ভেবেছিলেন কেমব্রিজ থেকে পিএইচডি করার পর চাকরি পাওয়া সহজ হবে। বাস্তবে তা হয়নি। উল্টে তিনি প্রচণ্ড চাপে এবং হতাশায় ভুগতে শুরু করছিলেন। পোস্টে মারিকা লিখেছেন, তিনি ভেবেছিলেন পিএইচডি সম্পন্ন করলে ভবিষ্যতে তাঁর চাকরির পথ সুগম হবে। যাঁরা তাঁর মতো ডিগ্রির পিছন দৌড়ননি তাঁদের সঙ্গেও নিজের তুলনা টেনেছেন মারিকা। তিনি দেখেছেন অন্যেরা তাঁদের চাকরিক্ষেত্রে তাঁর থেকে এগিয়ে গিয়েছেন ও অনেকাংশেই সফলতার মুখ দেখেছেন। সৌভাগ্যবশত, কয়েক মাস অনিশ্চয়তার পর অবশেষে সম্প্রতি তিনি একটি স্টার্টআপে একটি চাকরি পেয়েছেন বলে জানা গিয়েছে।
ভিডিয়ো দেখে নিজেদের মতামত ব্যক্ত করেছেন অনেকেই। মারিকার অভিজ্ঞতা ও চাকরি না পাওয়া নিয়ে নেটাগরিকদের মধ্যে চর্চা শুরু হয়েছে। এক জন লিখেছেন, ‘‘কেমব্রিজের এক জন পিএইচডিও যদি চাকরি না পান, তা হলে আমাদের বাকিদের জন্য কোনও আশা নেই।’’ অন্য এক জন ব্যবহারকারী বলেন, ‘‘শুধুমাত্র ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া যাবে না। অভিজ্ঞতারও প্রয়োজন।’’