viral video

প্রশ্নবাণে তিতিবিরক্ত, খেপে গিয়ে ইউটিউবারকে চিমটে দিয়ে পেটালেন কুম্ভমেলার সাধু! রইল ভিডিয়ো

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জটাধারী সাধুর তাঁবুতে বসে তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সমাজমাধ্যম প্রভাবী। তাঁকে পর পর কয়েকটি প্রশ্ন করার পর সেই সাধু হঠাৎ করেই খেপে গিয়ে উঠে দাঁড়ান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৫
Video of Sadhu at Maha Kumbh went viral for brawl a YouTuber with tongs

ছবি: সংগৃহীত।

প্রয়াগরাজে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলা। সাধারণ মানুষ থেকে সাধুসন্ত, কোটি কোটি মানুষের ভিড়ে জমজমাট কুম্ভমেলা। মহাকুম্ভ উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যভূমিতে জড়ো হয়েছেন সাধু-সন্ন্যাসীরা। যত জনসমাগম ততই উদ্ভট কাণ্ড। ‘অ্যাম্বাসাডর বাবা’, ‘চাওয়ালা বাবা’ থেকে শুরু করে ‘পরিবেশ বাবার’ ভিড়ে নজর কাড়লেন আর এক ‘বাবা’। ইউটিউবারের ক্রমাগত প্রশ্নের উত্তরে চটে গিয়ে হাতের চিমটে দিয়ে বেড়ধক পেটালেন এক সাধু। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে কুম্ভমেলার সাধুর সেই কীর্তি। মারমুখী সাধুর রূপ দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে নেটমাধ্যমে (যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জটাধারী সাধুর তাঁবুতে বসে তাঁর সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সমাজমাধ্যম প্রভাবী। তাঁকে পর পর কয়েকটি প্রশ্ন করার পর সেই সাধু হঠাৎ করেই খেপে গিয়ে উঠে দাঁড়ান। হাতের সামনে রাখা চিমটে দিয়ে কয়েক ঘা দিয়ে দেন ওই ইউটিউবারকে। সাধুর মারমূর্তি দেখে পড়িমরি করে ছুটে তাঁবু থেকে বেরিয়ে যান ইউটিউবার। ‘জনতা দরবার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিয়োটি ১ কোটি ৮০ লক্ষ বার দেখা হয়েছে।

৬ লক্ষের বেশি লাইক পড়েছে তাতে। হাজার হাজার মন্তব্যের ঝড় উঠেছে। বেশির ভাগ ব্যবহারকারীই ঘটনাটিকে হাস্যকর বলে মনে করছেন। এক জন নেটাগরিক লি‌খেছেন, ‘‘এক জন সাধুকে বোকার মত প্রশ্ন করলে এমন হাল হয়।’’ অপর একজন লিখেছেন, ‘‘সাধু ১, ইউটিউবার ০। হাতেনাতে কর্মফল!’’

Advertisement
আরও পড়ুন