Viral Video

বন্যার জলে ভাসছে বিশাল অজগর, শিকার গিলে পেট ফুলে ঢোল দৈত্যাকার সাপের! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১ ডিসেম্বর পাত্তানি প্রদেশে ক্যামেরাবন্দি করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলে ডুবে যাওয়া রাস্তা দিয়ে এঁকেবেঁকে চলছে বিশাল অজগর সাপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৬

ছবি: এক্স থেকে নেওয়া।

মৌসুমি বৃষ্টির কারণে বন্যায় ভাসছে মালয়েশিয়া এবং দক্ষিণ তাইল্যান্ড। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। প্রাণহানির সংখ্যাও অনেক। তাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মতে, ভয়াবহ বন্যার কারণে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। তিন লক্ষেরও বেশি পরিবার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলছে উদ্ধারকাজ। তবে সেই আবহেই তাইল্যান্ডের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা স্তম্ভিত করেছে নেটাগরিকদের। ভাইরাল সেই ভিডিয়োই একটি দৈত্যাকার অজগরকে বন্যার জলে ভাসতে দেখা গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১ ডিসেম্বর পাত্তানি প্রদেশে ক্যামেরাবন্দি করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলে ডুবে যাওয়া রাস্তা দিয়ে এঁকেবেঁকে চলছে বিশাল অজগর সাপ। আস্ত একটি কুকুরকে গিলে ফেলায় তার পেট ফুলে ঢোল। দেহ বাইরে থাকলেও মুখ জলে ডুবে গিয়েছে। অনেক কষ্ট করে চলাফেরা করছে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘অ্যামেজিং নেচার’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। কুড়ি লক্ষ বারের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকে অনেক মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভেবেছিলাম একটি বার তাইল্যান্ড যাব। মাথা থেকে সেই পরিকল্পনা বাদ দিয়ে দিলাম।’’

Advertisement
আরও পড়ুন