Viral Video

পাকিস্তানি যুবকের ভারত-স্তুতি! অর্থনৈতিক অবস্থা নিয়ে তুলোধনা নিজের দেশেরই, প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ির ভিতরে বসে রয়েছেন ওই যুবক। নিজেই গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালানোর সময় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:২৩
Video of Pakistani man praises India and PM Narendra Modi

ছবি: এক্স থেকে নেওয়া।

ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন এক পাক যুবক। সরব হলেন নিজের দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও। সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ওই পাক যুবকের ভারতের প্রশংসা এবং পাকিস্তানকে তুলোধনা করার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ির ভিতরে বসে রয়েছেন ওই যুবক। নিজেই গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালানোর সময় ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। মোদীকে ‘সেরা প্রধানমন্ত্রী’র তকমাও দিয়েছেন তিনি। পাশাপাশি, পাকিস্তানের ‘বেহাল হাল’ নিয়েও সরব হতে দেখা গিয়েছে ওই যুবককে। তিনি মন্তব্য করেছেন, পাকিস্তান যেখানে অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করছে, সেখানে ভারতের অগ্রগতি দেখার মতো। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতীয় ব্যবসায়ীদেরও প্রশংসা করেছেন পাক যুবক। পাকিস্তানে আলু-পেঁয়াজের মতো পণ্য যখন ৪০০-৫০০ টাকা প্রতি কিলোদরে বিক্রি হচ্ছে, সেখানে ভারতে জিনিসপত্রের দাম কম। আর সেই কারণ দেখিয়েই ভারতকে ‘বিশ্বের সবচেয়ে সস্তা দেশ’ বলে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে অনেক মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। উল্লেখ্য, বিগত প্রায় দু’বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক হাল বেহাল। সে কথা এখন আর কারও অজানা নয়। বহু দিন ধরেই সে দেশ আর্থিক সঙ্কটের মুখে রয়েছে। তা থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করেও বিশেষ সুবিধা করতে পারেনি ভারতের প্রতিবেশী।

আরও পড়ুন
Advertisement