ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ইরান বেড়াতে গিয়ে বিপাকে পড়েছিলেন ভারতীয় ভ্লগার। উদ্ধার করলেন এক পাকিস্তানি তরুণ। নিজের অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন ওই ভারতীয়। ‘অন রোড ইন্ডিয়ান’ নামক চ্যানেলে পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করেছেন। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানে চড়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ওই ভারতীয় ভ্লগার। সেখানে পৌঁছে ইন্টারনেট পরিষেবা নিয়ে বিপদে পড়েন তিনি। স্থানীয় সিম কার্ড না থাকায় বা প্রয়োজনীয় অ্যাপগুলি কাজ না করায় তাঁর ভ্রমণ পরিকল্পনাও বাধা পায়। তখনই তাঁর সঙ্গে আলাপ হয় ইরানে পড়াশোনা করা পাকিস্তানি তরুণ হোসেনের। হোসেনই তাঁকে সাহায্য করার প্রস্তাব দেন। ইন্টারনেট পরিষেবা কার্যকর করতে কিছুটা সময় লাগার কারণে হোসেন তাঁকে আবাসনে আমন্ত্রণও জানান। প্রথমে ইতস্তত করলেও হোসেনের সঙ্গে তাঁর বাড়ি যেতে রাজি হয়ে যান ওই ভারতীয় ব্লগার। সেখানে জব্বর আপ্যায়ন পান। ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত জটিলতাও কাটে। হোসেনের ব্যবহারে আপ্লুত ভারতীয় তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ইউটিউবে সেই ভিডিয়োটি ইতিমধ্যেই আট লক্ষ বার দেখা হয়েছে। ইনস্টাগ্রামেও ভাইরাল হয়েছে ভিডিয়োটি। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পাকিস্তানি যুবকের প্রশংসা করতে দেখা গিয়েছে নেটাগরিকদের।