Viral Video

ভোজপুরি গানে রিল বানিয়ে বিতর্কে মা-ছেলে জুটি, আচরণ ‘পুত্রসুলভ নয়’, দাবি নেটমাধ্যমের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে নাচছেন মা এবং ছেলে। নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন। নেপথ্যে ভোজপুরি গান বাজছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৫৮

ছবি: ইনস্টাগ্রাম।

আজকাল সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বড় ব্যাপার নয়। প্রায়ই মজার বিভিন্ন বিষয়ে রিল বা ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হন ‘কন্টেন্ট ক্রিয়েটর’রা। তবে সম্প্রতি একটি নাচের ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েছেন এক মহিলা এবং তাঁর সঙ্গে থাকা বালক। ভিডিয়োটি দেখে প্রশ্নও উঠেছে অনেক। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় যাঁদের দেখা গিয়েছে, তাঁরা সম্পর্কে মা-ছেলে এবং তাঁরা যে ভাবে নাচছেন, তা খুব একটা শালীন নয়। উল্লেখ্য, ইনস্টাগ্রামের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে নাচছেন ওই মা এবং ছেলে। নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন। নেপথ্যে ভোজপুরি গান বাজছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় ছেলেটি নিজের মাকে যে ভাবে জড়িয়ে ধরছে এবং যে ভাবে আচরণ করছে তা পুত্রসুলভ নয়। ছেলের সঙ্গে এ রকম রিল বানানোর কারণে নেটমাধ্যমে প্রশ্নের মুখে পড়েছেন মহিলাও।

‘পটাকাআরোহিঅফিসিয়াল’ নামক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। দেড় কোটিরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইকও পড়েছে হাজার হাজার। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পড়াশোনার সময়ে রিল বানালে এ রকমই হবে। ছেলের আচরণ একেবারেই পুত্রসুলভ নয়।’’

Advertisement
আরও পড়ুন