Viral Video

স্বপ্ন ছিল তাজ হোটেলে চা খাওয়ার! ২১০০ টাকা দিয়ে পূরণ করলেন মধ্যবিত্ত যুবক, প্রশংসা নেটদুনিয়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তাজ হোটেলে পৌঁছেছেন ওই যুবক। সেখানে পৌঁছে নিজের স্বপ্নের কথা বলেছেন। এর পর হোটেলের অন্দরে ছবি তুলতে দেখা যায় তাঁকে। পরে চায়ের অর্ডার দেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৫:০০
Video of middle class boy fulfil dream of having tea at Taj Hotel Mumbai, Internet applauds

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে স্বপ্ন ছিল এক বার না এক বার মুম্বইয়ের তাজ হোটেলে চা খাবেন। সেই স্বপ্নই পূরণ হল সমাজমাধ্যমের ‘কনটেন্ট ক্রিয়েটর’ আদনান পাঠানের। তাজ হোটেলে চা পান করে উচ্ছ্বসিত যুবক জানালেন তাঁর অভিজ্ঞতার কথাও। তিনি কী ভাবে হোটেলে পৌঁছলেন, হোটেলের অন্দরসজ্জা, তাঁর চা পান— সব কিছুই ক্যামেরাবন্দি করেছিলেন আদনান। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। আদনানকে তাঁর স্বপ্নপূরণের জন্য অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তাজ হোটেলে পৌঁছেছেন ওই যুবক। সেখানে পৌঁছে নিজের স্বপ্নের কথা বলেছেন। এর পর হোটেলের অন্দরে ছবি তুলতে দেখা যায় তাঁকে। পরে চায়ের অর্ডার দেন তিনি। চায়ের সঙ্গে চলে আসে বড়া পাউ, গ্রিলড স্যান্ডউইচ, কাজু বরফি, খারি এবং মাখন। এর জন্য ট্যাক্স-সহ মোট ২১২৪ টাকা মেটাতে হয়। যদিও আদনান জানিয়েছেন, তাজ হোটেলের চা তাঁর আহামরি কিছু লাগেনি। সেই চা-কে ১০-এর মধ্যে তিনি ৫ রেটিং দেবেন বলেও জানিয়েছেন। ভিডিয়োর শেষে তাঁকে বলতে শোনা যায়, ‘‘সকলের জীবনে এমন অভিজ্ঞতা অবশ্যই হওয়া উচিত।’’

গত ৮ নভেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। দু’কোটি বারের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমার জন্ম এবং বেড়ে ওঠা মুম্বইয়ে। তবে আমি এখনও তাজ হোটেলে চা খাইনি। তুমি জীবনে আরও এগিয়ে যাও।’’ আদনানের প্রশংসা করে অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অবশেষে কারও স্বপ্ন সত্যি হল।’’

আরও পড়ুন
Advertisement