Viral Video

‘নেই কাজ তো চুল বাছ’! মাথা মুড়িয়ে চুলের সংখ্যা গুনলেন তরুণ, জানালেন সংখ্যাও, হাসির রোল নেটপাড়ায়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাথার চুল গোনার চ্যালেঞ্জ নিয়েছেন এক তরুণ। এর পর মাথা মুড়িয়ে চুলগুলি সংগ্রহ করতে বসেন তিনি। পাঁচ দিন ধরে চলে তাঁর চুল গোনার কাজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:৪৭
Video of man shaves head and count number of hair goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

কথায় আছে ‘নেই কাজ তো খই ভাজ’। কিন্তু এক তরুণের কাণ্ডে প্রবাদ বদলে দেওয়ার দাবি তুলেছেন নেটাগরিকেরা। তাঁদের দাবি, প্রবাদ হওয়া উচিত ছিল, ‘নেই কাজ তো চুল বাছ’। আর হবে না-ই বা কেন! কারণ, ওই তরুণের কীর্তিও তো কম আশ্চর্যের নয়। মাথা মুড়িয়ে পাঁচ দিন ধরে মাথার প্রতিটি চুল গুনেছেন ওই তরুণ। তাঁর মাথায় কতগুলি চুল ছিল, তার হিসাবও দিয়েছেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাথার চুল গোনার চ্যালেঞ্জ নিয়েছেন এক তরুণ। এর পর মাথা মুড়িয়ে চুলগুলি সংগ্রহ করতে বসেন তিনি। পাঁচ দিন ধরে চলে তাঁর চুল গোনার কাজ। দাবি করেছেন, তিনি যে এমন একটি কাজ করছেন তা গিনেস বুক কর্তৃপক্ষকেও ইমেল মারফত জানান। এমনকি, গোনা চুলের হিসাব রাখতে অভিনব পন্থারও অবলম্বন করেন। প্রতি দিন প্রায় ১০-১২ ঘণ্টা করে চুল গোনার কাজ করছিলেন তিনি। পাঁচ দিন পরে ‘কাজ’ শেষ করে তরুণ জানান, তাঁর মাথায় ৯১ হাজার ৩০০টি চুল ছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে, ‘কান্ট্রিম্যান.আইএনডি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। দেড় কোটির বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘একেই বলে নেই কাজ তো খই ভাজ। বলা ভাল, কাজ নেই তো চুল বাছ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘রোজ আমার ২০টা করে চুল ঝড়ে পড়ছে। আমার মাথায় এখন ৯০ হাজার চুল রয়েছে। বিশ্বাস না হলে গুনে নিন।’’

Advertisement
আরও পড়ুন