Viral Video

সিংহীকে গোপনে অনুসরণ! ‘বনের রানি’র ধমক খেয়ে কাঁচুমাচু সিংহ, ভাইরাল ভিডিয়ো

সিংহটিকে দেখে এগিয়ে গিয়ে গর্জন করতে শুরু করল এক সিংহী। তাকে সঙ্গ দিল পিছনে দাঁড়িয়ে থাকা সিংহীও। দুই সিংহীর গর্জন শুনে তাদের জবাব দিতে থাকল পশুরাজও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ০৯:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলে পাথরের উঁচু ঢিপির উপর বসেছিল ‘বনের রাজা’। তা দেখতে পেয়ে সে দিকে ছুটে গেল এক সিংহী। সেই সিংহীর পিছন পিছন ছুটল আরও একটি সিংহী। ঢিপির উপর উঠে সেই সিংহকে দেখে ভয়ঙ্কর গর্জন করতে শুরু করল একটি সিংহী। সিংহটিও গর্জন করে তার জবাব দিতেই হয় বিপদ। সিংহীটি তাকে এমন শাসন করল যে, বকা খেয়ে ভয়ে একেবারে চুপ করে যায় সিংহটি। ঘটনাটি তানজানিয়ার সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে ঘটেছে। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভেঙ্কট_কৃষ্ণন২২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের মধ্যে পাথরের উঁচু ঢিপির দিকে দৌড়ে যাচ্ছে দুই সিংহী। সেই ঢিপির উপর বসেছিল এক সিংহ। সিংহটিকে দেখে এগিয়ে গিয়ে গর্জন করতে শুরু করল এক সিংহী। তাকে সঙ্গ দিল পিছনে দাঁড়িয়ে থাকা সিংহীও। দুই সিংহীর গর্জন শুনে তাদের জবাব দিতে থাকল পশুরাজও।

কিন্তু ধীরে ধীরে সিংহের গর্জনের দম কমে যেতে শুরু করে। শেষ পর্যন্ত দুই সিংহীর ধমক শুনে একেবারে চুপ করে যায় সিংহটি। ভিডিয়োটি থেকে জানা যায় যে, ওই দুই সিংহী তাদের শাবকদের নিয়ে জঙ্গল পার হচ্ছিল। তাদের গোপনে অনুসরণ করছিল ওই সিংহটি। পাথরের উঁচু ঢিপির উপর গিয়ে সে বসতেই তার দিকে এগিয়ে যায় দুই সিংহী। সিংহটি যে তাদের অনুসরণ করে অন্যায় করেছে তা বকা দিয়ে বুঝিয়ে দেয় ‘বনের রানি’রা।

Advertisement
আরও পড়ুন