ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অদূরে বিলাসবহুল উঁচু আবাসন। সেই আবাসনগুলির সামনে রয়েছে একটি হ্রদ। সারা বছর এই হ্রদে জল থই থই করলেও শীতের সময় তার অন্য রূপ দেখা যায়। সেখানকার জল জমে পুরো বরফ হয়ে যায়। সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, হ্রদের মধ্যে বরফের ঢেউ খেলা করছে। উপর থেকে দেখলে মনে হবে যে, পুরো হ্রদটাই যেন বরফে জমে গিয়েছে। সেই জলেই ভাসমান অবস্থায় বরফগুলি ঢেউয়ের মতো উপর-নীচে খেলা করছে। হ্রদ নয়, দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউয়ে বরফ ভেসে যাচ্ছে।
ঘটনাটি আমেরিকার মিশিগানে ঘটেছে। ভিডিয়োটি দেখে অভিভূত হয়ে পড়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক বলেছেন, ‘‘এক এক ঋতুতে একই জিনিসের এক এক রকম রূপ ধরা পড়ে। প্রকৃতি সত্যিই অবাক করে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বরফগুলো যে ভাবে ঢেউয়ের মতো খেলা করছে, দেখে মনে হচ্ছে নিমেষের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়বে। ভিডিয়োটি দেখে ভয়ও লাগছে। ওখানে উপস্থিত থাকলে ভয়ে হাত-পা কেঁপে যেত আমার।’’