Viral Video

মঞ্চে চটুল নাচ তরুণীর, তাঁকে ঘিরে নাচছেন চিকিৎসকেরাও! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের সম্মেলনের ওই ভিডিয়ো চেন্নাইয়ের। অনেকে দাবি তুলেছেন, চিকিৎসকেরা মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৩
Video of female dancer dancing in doctor conference goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

চিকিৎসক সম্মেলনে চটুল নাচ তরুণীর! সামনে বসে দেখছেন উপস্থিত চিকিৎসকেরা। কেউ সিটি মারছেন, কেউ নিজেই ওই স্বল্পবসনা তরুণীর সঙ্গে নেচে আসর মাতাচ্ছেন। এক জন চিকিৎসককে তো আবার তরুণীর হাত ধরেও নাচতে দেখা গিয়েছে। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের সম্মেলনের ওই ভিডিয়ো চেন্নাইয়ের। অনেকে দাবি তুলেছেন, চিকিৎসকেরা মত্ত অবস্থায় ওই কাণ্ড ঘটিয়েছেন। যদিও কে সম্মেলনে নাচাগানার আয়োজন করেছিলেন তা প্রকাশ্যে আসেনি।

এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘অ্যাসোসিয়েশন অফ কোলন অ্যান্ড রেকটাল সার্জন অফ ইন্ডিয়া’র বার্ষিক সম্মেলন চলছে একটি ব়ড় হলঘরে। সেখানেই জড়ো হয়েছেন অনেক চিকিৎসক। হলঘরের ঠিক মাঝখানে নাচছেন স্বল্পবসনা এক তরুণী। গানের তালে তালে কোমর দোলাচ্ছেন। আর সেই নাচ দেখে হইহই করছেন চিকিৎসকেরা। কেউ গা দোলাচ্ছেন, কেউ আবার নিজেই তরুণীর কাছে গিয়ে নাচছেন। এক জন প্রৌঢ় চিকিৎসককে তো চিকিৎসকের হাত ধরেও নাচতে দেখা গিয়েছে। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তৈরি হয়েছে বিতর্ক।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। মন্তব্যের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। এক জন কটাক্ষ করে লিখেছেন, “আমি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাছ থেকে জানতে চাই, কয়েক জন বুড়ো ডাক্তারের এ ভাবে এক জন মহিলার সঙ্গে নাচ কি কোনও বিশেষ প্রশিক্ষণের অংশ?” অন্য এক জন লিখেছেন, ‘‘এটা কী ধরনের সম্মেলন?’’ সমাজমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ পুরো ঘটনাটিকে ‘দুঃখজনক’, ‘ঘৃণ্য’ এবং ‘অশ্লীল’ বলেও মন্তব্য করেছেন।

Advertisement
আরও পড়ুন