Viral Video

মাঝরাস্তায় একে অপরকে জাপটে ধরল যুগল! থমকে গেল যানবাহন, জমল ভিড়, এল পুলিশও, তার পর...

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার মাঝখানে পথ আটকে দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। একে অপরকে জাপটে ধরে রয়েছেন তাঁরা। তাঁদের দেখে রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৭:৫৫
Video of couple hug each other on busy road goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় একে অপরকে জাপটে ধরে আলিঙ্গন! যুগলের কাণ্ড দেখে থমকে গেল গাড়িঘো়ড়া। কিছুতেই একে অপরকে ছাড়ছিলেন না তাঁরা। শেষমেশ আসরে নামতে হল পুলিশকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের পিম্পল সওদাগর এলাকায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ব্যস্ত রাস্তার মাঝখানে পথ আটকে দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। একে অপরকে জাপটে ধরে রয়েছেন তাঁরা। তাঁদের দেখে রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে গেল। তৈরি হল যানজট। যুগলকে ঘিরে রাস্তা ভিড় জমে গেল। এমন পরিস্থিতিতে পদক্ষেপ করল ট্র্যাফিক পুলিশ। যুগলকে রাস্তা থেকে সরে যেতে বলা হল। পুলিশকে দেখে একে অপরকে ছেড়ে দিল আলিঙ্গনরত যুগল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পুণে ফার্স্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে। গত ৮ এপ্রিল পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের অনেকে ভিডিয়ো দেখে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্যই এমন পদক্ষেপ করেছিল যুগল। এদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।’’ তবে নেটাগরিকদের অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন যে, ভিডিয়োটি কোনও শুটিংয়ের অংশ হতে পারে।

Advertisement
আরও পড়ুন