ছবি: ইনস্টাগ্রাম।
স্বামীকে মাটিতে ফেলে পেটাচ্ছেন এক মহিলা। হাত ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এ দিক থেকে ও দিক। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই প়ড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে বা স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মধ্যে মারামারি করছেন এক দম্পতি। তবে মারধরে স্বামীকে ছাপিয়ে গিয়েছেন স্ত্রী। মারপিট করার সময় রাস্তায় পড়ে যান দু’জনেই। তার পরেও তাঁদের লড়াই থামেনি। এর পর মাটি থেকে উঠে দাঁড়ান ওই মহিলা। মাটিতে পড়ে থাকা স্বামীর চুলের মুঠি ধরে মারতে থাকেন তিনি। হাত ধরে টানতে থাকেন। ওই মহিলার রণমূর্তি দেখে পথচলতি মানুষজনও হতবাক হয়ে যান। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ওয়াহ_ছিন্দওয়াড়া’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যন্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর।