ছবি: সংগৃহীত।
চেয়ারে বসে আছে এক শিশু, তার গায়ে জড়িয়ে রয়েছে বেশ লম্বা একটি সাপ! সাপটিকে নিয়ে খেলা করছে শিশুটি। কখনও সাপের মাথা ধরে, আবার কখনও লেজ ধরে টানাটানি করছে শিশুটি। খেলনা ভেবে সাপটিকে নিয়ে নাড়াচাড়া করছিল সে। ছোট শিশুটির নির্ভয়ে একটি বিপজ্জনক সরীসৃপের সঙ্গে খেলা করার ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সমাজমাধ্যমে ঝড় তুলেছে এই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োয় দেখা গিয়েছে, শিশুটি একটি চেয়ারে বসে রয়েছে এবং তার গলায় প্যাঁচানো রয়েছে একটি বেশ বড় সাপ। প্রাথমিক ভাবে শিশুটি ধরে নেয় যে সাপটি একটি খেলনা। এটি নিয়ে খেলার চেষ্টা করে। গলা থেকে সাপটি খুলে সে চেয়ারে শুইয়ে দেয়। তার পর সাপের গলা ধরে চেয়ারের হাতলে মাথাটি চেপে ধরে। হঠাৎ করে সাপটি নড়াচড়া শুরু করতেই শিশুটি চিৎকার করে ওঠে এবং ভয় পেয়ে সাপটিকে চেয়ার থেকে সরিয়ে দেয়। এর মাঝেই এক ব্যক্তি ছুটে এসে শিশুটির কোনও ক্ষতি হওয়ার আগেই সাপটিকে নিরাপদে ধরে ফেলেন।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘বিবেক চৌধরি স্নেক সেভার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। লাইক কমেন্টের ঝড় বয়ে গিয়েছে তাতে। ভিডিয়ো দেখে সমাজমাধ্যমকারীদের মত সাপটি বিষাক্ত প্রজাতির। শিশুকে এমন একটি সাপের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছে যার কাছে যাওয়াও অনেকের কাছে বিপজ্জনক বলে মনে হতে পারে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “শিশুটি জানে না সে কী বিপদ মোকাবিলা করছে। যদি কোনও ভাবে সাপটি তাকে কামড়াত, তা হলে পরিণতি মারাত্মক হতে পারত।” দ্বিতীয় ব্যবহারকারী সতর্ক করে লিখেছেন, “এত বিপজ্জনক ভিডিয়ো বানাবেন না। লাইক পাওয়ার জন্য শিশুদের জীবন নিয়ে খেলছেন।”