viral video

রিলের জন্য চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুট তরুণীর! ভাইরাল হতে গিয়ে সমাজমাধ্যমে জুটল তিরস্কার

পাথর দেওয়া অসমান রাস্তা দিয়ে ট্রেনের সমান্তরাল ভাবে ছুটে যাওয়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১১:৩০
woman running with a train

ছবি: সংগৃহীত।

ট্রেন ছুটছে, তার সঙ্গে পাল্লা দিয়ে রেললাইনের পাশে ছুটে চলেছেন এক তরুণী। উদ্দেশ্য, চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়ে সমাজমাধ্যমে নজরে পড়া। রিল তৈরির জন্য জীবনের ঝুঁকি নিতে পিছপা হননি ওই তরুণী। পাথর দেওয়া অসমান রাস্তা দিয়ে ট্রেনের সমান্তরালে ছুটে যাওয়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মহিলাটি দৌড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই একটি ট্রেনকে তাঁর পাশ দিয়ে ছুটে আসতে দেখা যায়। তরুণীও সেই ট্রেনের পাশে পাশে দৌড়নোর চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের ছোট রিলটিতে দেখা গিয়েছে সবুজ গেঞ্জি ও কালো হাফ প্যান্ট পরা তরুণী রেললাইনের পাশের অংশ দিয়ে ছুটে চলেছেন। মেয়েটি যে ভাবে ট্রেনের গতিবেগের সঙ্গে তাল মিলিয়ে দৌড়চ্ছিলেন তা দেখে আতঙ্কিত হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকের মতে, যখন ট্রেনটি দ্রুত গতিতে অতিক্রম করে, তখন এর সঙ্গে দৌড়নো যে কেউই তাঁর ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। ফলে তরুণী রেললাইনে ছিটকে পড়ে আঘাত পেতে পারতেন বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।

‘রানফিটপিকু’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভিডিয়োটি পোস্ট করার পর সেটি ৪ লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে ৩ হাজারেরও বেশি ব্যবহারকারী এই ভিডিয়ো পছন্দ করেছেন। যেখানে পোস্টের মন্তব্য বিভাগে ১ হাজার ৪০০টিরও বেশি মন্তব্য জমা পড়েছে। নেটমাধ্যম ব্যবহারকারীরা ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়নোর ভিডিয়োটি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘মনে হচ্ছে তিনি ট্রেনের কাছে পরাজিত হওয়ার জন্য অনুশীলন করছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আপনি কি জরিমানা দিতে চান?’’ আরও এক জন তাঁকে সমতল জায়গায় অনুশীলনের পরামর্শ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন