viral video

এক ঘণ্টার রাস্তা এক মিনিটে! গিরিখাতের উপরে বিশ্বের উচ্চতম সেতু বানিয়ে চমকে দিল ড্রাগনভূমি

বিশ্বের ‌উচ্চতম সেতু নির্মাণ করে দেখাল চিন। সেতুর নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। আগামী জুন মাসের মধ্যেই যাতায়াত করার জন্য তৈরি হয়ে যাবে সেতুটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১০:০৬
China is set to open the world’s highest bridge

ছবি: সংগৃহীত।

এক ঘণ্টার পথ পেরোতে লাগবে মাত্র এক মিনিট। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করে চমকে দিল চিন। এটির নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। আগামী জুন মাসের মধ্যেই যাতায়াত করার জন্য তৈরি হয়ে যাবে সেতুটি। যে রাস্তা অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগত, ৩.২ কিমি দীর্ঘ এই সেতুর ব্যবহার করে তা এক মিনিটে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। সেতুটি তৈরি হয়েছে গুইঝৌ প্রদেশে। ২১ কোটি ৬০ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২২০০ কোটি টাকা) ব্যয়ে নির্মিত এই সেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি লম্বা। তিনটি আইফেল টাওয়ারের সম্মিলিত ওজনের সমান এই সেতুটি। মাত্র দু’মাসের মধ্যে সেতুর ইস্পাত কাঠামোগুলি বসানো হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

এক সুবিশাল গিরিখাতের উপর নির্মিত সেই সেতুটির একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। কলিন রাগ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ইতিমধ্যেই সেই ভিডিয়োটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। হাজার হাজার লাইক, কমেন্ট পড়েছে এই ভিডিয়োয়।

চিনের এক রাজনীতিবিদ ঝাং শেংলিন সংবাদমাধ্যমে বলেন, ইঞ্জিনিয়ারিংয়ে চিন কতটা দক্ষ, তা এই প্রকল্পটি প্রমাণ করেছে। গুইঝোকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যপূরণে সফল হবে এই সেতুটি। এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার লি ঝাও জানিয়েছেন, এই সেতুটিকে দিনের পর দিন তৈরি হতে দেখা থেকে এর পূর্ণাঙ্গ রূপ নেওয়ার পর সেটির দিকে তাকালে একই সঙ্গে কৃতিত্ব ও গর্বের অনুভূতি জাগে তাঁর। ‘দ্য মেট্রো’র প্রতিবেদনে বলা হয়েছে, চিনের গ্রামীণ অঞ্চলের সঙ্গে শহরকে জুড়তেই এই সেতুটির পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্য হাঁটার জন্য কাচের পথ, উঁচু বাঞ্জি জাম্পিং করার জায়গাও তৈরি করা হবে।

Advertisement
আরও পড়ুন