ছবি: সংগৃহীত।
আখের রসের যন্ত্রে চুল আটকে গিয়ে মারাত্মক এক দুর্ঘটনার মুখে পড়লেন এক তরুণী। রস খাওয়ার জন্য আখপেষাই যন্ত্রের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ করেই তার বিনুনি করা চুলটি যন্ত্রের চাকায় অসাবধানতাবশত কোনও ভাবে আটকে যায়। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ও কবে ঘটেছিল সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ওই তরুণীর চুল আখের রস তোলার যন্ত্রে আটকে রয়েছে। এর পর সেখানে উপস্থিত এক ব্যক্তি যন্ত্রটি উল্টো করে চালাতে থাকেন। তখন মহিলার চুলের গোছা ধীরে ধীরে যন্ত্রের চাকা থেকে বেরিয়ে আসে। ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধিতেই তরুণীর চুল এবং জীবন উভয়ই রক্ষা পায়। যন্ত্র থেকে চুলটি বেরিয়ে আসতেই ওই তরুণী সেখান থেকে চলে যান। ঘটনাটি দেখে দোকানের চারপাশে লোকজন জড়ো হয়ে যায়। ১৯ সেকেন্ডের ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।
‘পিএস হেল্পিং হ্যান্ড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সময়মতো যন্ত্রটি বন্ধ না করলে ওই তরুণীর প্রাণসংশয় হতে পারত বলে মনে করছেন অনেকেই। ভিডিয়োটি প্রায় ৭ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। হাজার হাজার নেটমাধ্যম ব্যবহারকারী এই ভিডিয়োয় ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন এবং মন্তব্য বিভাগও ভরে উঠেছে নানা মন্তব্যে।