Viral Video

ট্রেনে বসার জায়গা নেই? ‘কুছ পরোয়া নেহি’, নিজেই নিজের ভাসমান আসন বুনলেন যুবক

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের ভিড় কামরার দু’টি আপার বার্থ (উপরের আসন)-এর মাঝে দড়ি দিয়ে আসন বুনছেন এক যাত্রী। অভিনব সেই আসন প্রায় তৈরি করে ফেলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১০:৪৬
Video of a passenger weaving seat between two berths in a Train

ছবি: এক্স থেকে নেওয়া।

ভিড় ঠাসা ট্রেন। কোনও আসন ফাঁকা নেই। কিন্তু ‘কুছ পরোয়া নেহি’। ট্রেনের মধ্যে নিজেই নিজের আসন বানিয়ে ফেললেন এক যাত্রী। ট্রেনের কামরার উপরের দু’টি আসনের মাঝে দড়ি দিয়ে আসন বুনে ফেললেন তিনি। বাকি পথ গেলেন ঝুলন্ত আসনে বসেই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় বা কোন ট্রেনে ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রেনের ভিড় কামরার দু’টি আপার বার্থ (উপরের আসন)-এর মাঝে দড়ি দিয়ে আসন বুনছেন এক যাত্রী। অভিনব সেই আসন প্রায় তৈরি করে ফেলেছেন তিনি। বাকি যাত্রীরা তাঁকে অবাক হয়ে দেখেছেন। কাউকে কাউকে আবার পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করতেও দেখা গিয়েছে ভিডিয়োয় ।

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেক অনেক মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। যাত্রীদের অসুবিধার কথা ভেবে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। উল্লেখ্য, কিছু দিন আগেই ট্রেনের কামরায় দু’টি আসনের মাঝে চাদর বেঁধে শুয়ে থাকতে দেখা গিয়েছিল এক যাত্রীকে।

Advertisement
আরও পড়ুন