ছবি: সংগৃহীত।
এক বিদেশি ব্যক্তিকে দিল্লির আশপাশ ঘুরিয়ে দেখানোর ভাড়া হিসাবে ১ হাজার ৫০০ টাকা দাবি করলেন এক রিকশাচালক। দাবি মতো টাকা না দেওয়ায় ওই ব্যক্তির সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়লেন রিকশাচালক। রিকশাচালকের দাবি অনুযায়ী টাকা না দিয়ে তাঁকে ৫০০ টাকার একটি নোট হাতে ধরিয়ে দেন বিদেশ থেকে রাজধানীতে বেড়াতে আসা সেই ব্যক্তি। সেই টাকা নিতে চাননি রিকশাচালক যুবক। কথা কাটাকাটি চলতে চলতে তা ক্রমে বাগ্যুদ্ধের আকার নেয়। পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে মধ্যস্থতা করতে আসরে নামেন স্থানীয় লোকজন। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যম ইনস্টাগ্রামে। বিদেশি পর্যটক এবং রিকশাচালকের মধ্যে কথা কাটাকাটির ভিডিয়োটি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে নজর কেড়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ১০ লক্ষ বার দেখা হয়েছে।
‘সেমসেমভিক’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রিকশাচালক দেড় হাজার টাকা দাবি করার পর বিদেশ থেকে আসা ব্যক্তি ৫০০ টাকা এগিয়ে দিচ্ছেন। যা নিতে নারাজ ওই যুবক। চালক বার বার সেই টাকা প্রত্যাখ্যান করেন, আরও টাকার জন্য জেদ করতে থাকেন। ভিডিয়োয় বিদেশি ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে এটি রিকশাচালকের ভাড়া নয়। ভাড়ার সঙ্গে এটি বাড়তি উপহার। এই ঘটনা দেখে বিদেশিকে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা শেষ পর্যন্ত রিকশাচালককে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু চালক তা ফেরত দিতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত কী ঘটেছে তা ভিডিয়োয় দেখা যায়নি।
ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেছেন। এক জন লিখেছেন ‘‘কিছু শিক্ষিত লোক সামনে এসেছে দেখে ভাল লাগছে।’’ দ্বিতীয় এক জন মন্তব্য করেছেন, “আপনি যদি ভারতে কোনও সমস্যায় পড়েন তবে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করুন, তাঁরা অবশ্যই আপনাকে সাহায্য করবেন।’’