Viral Video

শিংয়ের খোঁচায় ফুটো হল পেট! আস্ত ইম্পালা খেতে গিয়ে প্রাণ গেল অজগরের, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল অজগর। পেঁচিয়ে প্রাণ বার করে দিয়েছে প্রাণীটির। এর পর আস্তে আস্তে শিকারটিকে আস্ত গিলে ফেলার চেষ্টা করে ভয়ঙ্কর সাপটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১২:৩৪
Video of rock python and Impala goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

‘শিকারি খুদ ইহাঁ শিকার হো গয়া’! অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘নমক হলাল’-এর সেই জনপ্রিয় গানের কথা মনে আছে? মনে না থাকলে অবশ্যই মনে পড়বে অজগরের ইম্পালা শিকারের সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়ো দেখে। ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে ইম্পালা শিকার করতে গিয়ে হরিণ জাতীয় প্রাণীটির শিংয়ের খোঁচায় ফুটো হয়ে গিয়েছে অজগরের পেট। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল অজগর। পেঁচিয়ে প্রাণ বার করে দিয়েছে প্রাণীটির। এর পর আস্তে আস্তে শিকারটিকে আস্ত গিলে ফেলার চেষ্টা করে ভয়ঙ্কর সাপটি। কিন্তু তা করতে গিয়েই বিপত্তি বাধে। ইম্পালার মাথা গিলে ফেলার কিছু ক্ষণ পর তার শিং দু’টি সাপটির পেট এফোঁড়-ওফোঁড় করে দেয়। কাতরাতে থাকে অজগরটি। কিছু ক্ষণ পরে সাপটির মাথা উগরে দিয়ে আহত অবস্থায় চলে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজগরটি পরে মারা যায়।

গত ৪ ফেব্রুয়ারি ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টেমবে এলিফ্যান্ট’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে উভয় প্রাণীর পরিণতির জন্যই দুঃখ প্রকাশ করেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘লোভ সব সময় আপনাকে শেষ করে দেবে।’’

Advertisement
আরও পড়ুন