Viral Video

দুই ইঁদুরের ‘দঙ্গল’, হারতে রাজি নয় কেউই! মজার ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোকানের একটি তাকের উপর ‘দঙ্গল’ চলছে দু’টি ইঁদুরের। কেউ হার মানতে রাজি নয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৬:০৪
Two rats fight inside a shop, video caught attention of internet

—প্রতীকী ছবি।

দোকানের তাকে তাকে রাখা মুদির সামগ্রী। ইঁদুরদের পেটপুজো করার আদর্শ জায়গাও বটে। তাই বোধ হয়, অন্য এক জনের উপস্থিতি মেনে নিতে পারেনি সে। নিজের এলাকায় এসে পড়তেই তাই একটি ইঁদুরের উপর ঝাঁপিয়ে পড়ল অন্য ইঁদুর। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ঘর কে কলেশ’ নামে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোকানের একটি তাকের উপর ‘দঙ্গল’ বাধিয়ে ফেলেছে দু’টি ইঁদুর। কেউ হার মানতে রাজি নয়। একে অপরকে এক চুলও জায়গা ছেড়ে দিতে চায় না তারা।

মারপিট করতে করতে তাকের এক দিক থেকে অন্য দিকে ছিটকে যাচ্ছে দু’জনেই। তবুও ঝগড়া থামে না তাদের। ঘটনাটি কোন জায়গায় ঘটেছে তার উল্লেখ নেই। তবে ইঁদুর দু’টির লড়াই দেখে হেসে কুটিকুটি হয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ।

Advertisement
আরও পড়ুন