(বাঁ দিকে) মারিয়া শারাপোভা। (ডান দিকে) মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
টেনিস বিশ্বে অন্যতম তারকা মারিয়া শারাপোভা। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছেন। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। সেই শারাপোভার সঙ্গে এক ভারতীয় ক্রিকেটারের মিল পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই কারণে ওই ক্রিকেটারকে শারাপোভা বলেও ডাকেন তিনি।
মোহিত শর্মা এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। তাঁকেই ধোনি শারাপোভা বলে ডাকেন। কেন? মোহিত বলেন, “আমি বল করার সময় চিৎকার করি। কেন করি জানি না। বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু হয় না। এক সময় মাহি ভাই আমাকে মারিয়া শারাপোভা বলে ডাকতে শুরু করে। ও বলে, আমার চিৎকারের জন্য ব্যাটারের মনে হয় বল ১৪০-১৫০ কিলোমিটার গতিতে আসবে। যদিও সেটা হয় না।” শারাপোভাও টেনিস খেলার সময় চিৎকার করতেন। সেই কারণেই মোহিতকে শারাপোভা বলে ডাকেন ধোনি।
দেশের হয়ে ২৬টি এক দিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহিত। আন্তর্জাতিক মঞ্চে নিয়েছেন ৩৪টি উইকেট। ভারতের হয়ে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন মোহিত। সেই সময় খেলতেন ধোনিও। ৩৬ বছরের মোহিত এখন ক্রিকেট কেরিয়ারের শেষ পর্যায়। ৪৩ বছরের ধোনি এখনও খেলে চলেছেন।