Viral Video

চটি মুখে নিয়ে চুরি করে পালাল সাপ! পরার জন্যই কি? রইল মজার ভিডিয়ো

একটি সাপ রাস্তা থেকে একটি বাড়ির সিঁড়ির উপরের দিকে উঠে যাচ্ছিল। ঠিক তখনই বাড়ির কেউ চটি ছুড়ে মারে সাপটিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ০৯:৩৪
সাপের মুখে চটি।

সাপের মুখে চটি। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পা নেই, তবুও সাপের পাঁচ পা দেখা নিয়ে প্রবাদ প্রচলিত রয়েছে। কিছু সাপ হয়তো এই প্রবাদটি সত্য বলে মেনে নিয়েছে। তাই মুখে চটি নিয়ে ‘দৌড়ে’ পালাল সেই ‘বিশ্বাসী’দের এক জন। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভিডিয়োয় দেখা যায়, একটি সাপ রাস্তা থেকে একটি বাড়ির সিঁড়ির উপরের দিকে উঠে যাচ্ছিল। ঠিক তখনই বাড়ির কেউ চটি ছুড়ে মারে সাপটিকে। রাস্তার উপর গোলাপি চটিটা পড়তে না পড়তেই সেটি ধরে ফেলল সাপটি। দাঁত দিয়ে চেপে ধরে সঙ্গে সঙ্গে ‘দে দৌড়’। রাস্তার উপর দিয়ে যেন মনের আনন্দে এঁকে বেঁকে চলে গেল সাপটি। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।

ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মন্তব্য করেন, ‘‘সাপের তো পা নেই। চটি নিয়ে ও করবেটা কী?’’ আবার এক জন বলেছেন, ‘‘সাপ নয়। ও আসলে নাগকন্যা। তাই চটি নিয়ে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন