Viral Video

সৈকতে বসে যোগব্যায়াম, অভিনেত্রীকে ভাসিয়ে নিয়ে গেল বিশাল ঢেউ! চেষ্টা করেও বাঁচাতে পারলেন না প্রেমিক

সম্প্রতি প্রেমিকের সঙ্গে তাইল্যান্ডের খো সামুই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ২৪ বছর বয়সি রাশিয়ান অভিনেত্রী কামিল্লা। সেখানেই সমুদ্রের তিরে এক পাথরের উপরে বসে তিনি যোগব্যায়াম করছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪:১১
Russian actress Kamilla Belyatskaya swept to her death by a giant wave in Thailand, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

তাইল্যান্ড বেড়াতে গিয়ে সমুদ্রের পারের একটি পাথরে বসে যোগব্যায়াম করছিলেন। ঢেউয়ের ধাক্কায় ভেসে গেলেন অভিনেত্রী। জলে ডুবে মৃত্যু হল তাঁর। তাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ খো সামুইতে ঘটনাটি ঘটেছে। রাশিয়ার ওই অভিনেত্রীর নাম কামিল্লা বেল্যাটস্কায়া। কামিল্লার মৃত্যুর ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রেমিকের সঙ্গে তাইল্যান্ডের খো সামুই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ২৪ বছর বয়সি রাশিয়ান অভিনেত্রী কামিল্লা। সেখানেই সমুদ্রের তিরে এক পাথরের উপরে বসে তিনি যোগব্যায়াম করছিলেন। এমন সময় উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তাঁর উপর। ভাসিয়ে নিয়ে যায় তাঁকে। সমুদ্রে বেশ কিছুটা ভেসে যান তিনি। তার পর তলিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

তাইল্যান্ডের সংবাদমাধ্যম ‘মেট্রো মিডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এক জন প্রত্যক্ষদর্শী তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। পরে কয়েক কিলোমিটার দূরে সাগরে তার মৃতদেহ উদ্ধার হয়। ওই প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘আমি অন্য দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ড পরে চিৎকার-চেঁচামেচি শুনে ফিরে দেখি এক জন মহিলা ভেসে যাচ্ছেন। ওঁর প্রেমিক সাহায্যের জন্য ডাকতে থাকেন।’’

খো সামুইয়ের উদ্ধারকারী দলের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রাসার্তের কথায়, ‘‘আমরা পর্যটকদের ক্রমাগত সতর্ক করি। বিশেষ করে চাওয়েং এবং লামাইয়ের মতো এলাকায়, যেখানে সাঁতার অবধি কাটা যায় না।’’

Advertisement
আরও পড়ুন