Viral Video

জ্বলন্ত তুবড়ি তুলে নিয়ে বসিয়ে দিলেন ‘অন্য জায়গায়’! প্রৌঢ়ের কাণ্ডে হইচই, প্রকাশ্যে ভিডিয়ো

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝে তুবড়ি জ্বালাচ্ছেন এক জন তরুণ। ঠিক তাঁর সামনে ধুতি-জামা পরে এক প্রৌঢ় দাঁড়িয়ে রয়েছেন। সামনের দিকে ঝুঁকে বার বার তরুণের কাছে ওই তুবড়ি তাঁর হাতে দেওয়ার আবদার করেন প্রৌঢ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:২১
Video of old man with firecracker goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

দীপাবলি মানেই আতশবাজি। বাজি ফাটিয়ে দীপাবলি উদ্‌যাপন করে আবালবৃদ্ধবনিতা। তবে পটকা ফাটানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। অন্যথায় যে কোনও সময় বিপদ বাধতে পারে। তবে দীপাবলির আবহে এমন একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে, যা দেখে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এক জন প্রৌঢ়কে মাথায় তুবড়ি রেখে ফাটাতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝে তুবড়ি জ্বালাচ্ছেন এক জন তরুণ। ঠিক তাঁর সামনে ধুতি-জামা পরে এক প্রৌঢ় দাঁড়িয়ে রয়েছেন। সামনের দিকে ঝুঁকে বার বার তরুণের কাছে ওই তুবড়ি তাঁর হাতে দেওয়ার আবদার করেন প্রৌঢ়। তবে তাঁর সেই আবেদনে পাত্তা দেননি তরুণ। তুবড়ির মাথায় আগুন দিয়ে তরুণ উঠে যেতেই অবিশ্বাস্য কাণ্ড ঘটান প্রৌঢ়। জ্বলন্ত তুবড়ি হাতে তুলে নিজের মাথায় বসিয়ে দেন। মাথার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে সেই তুবড়ি। এর পর তুবড়ির আগুন ফুরিয়ে যেতেই আবার সেটা মাটিতে ফেলে দেন প্রৌঢ়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ঝড়ও তুলেছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল গত ৩০ এপ্রিল। তবে সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। অনেকে অনেক মজার মন্তব্য করেছেন। নেটাগরিকদের একাংশের দাবি, ওই প্রৌঢ় মত্ত অবস্থায় ছিলেন। আর সেই কারণেই মদের ঘোরে ওই কাণ্ড তিনি ঘটিয়েছেন।

আরও পড়ুন
Advertisement